সোনার বাংলা ব্লগ বন্ধের মাধ্যমে বর্তমান সরকার কয়েক লক্ষ ব্লগারের বাক স্বাধীনতা হরণ করেছে।
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৬ আগস্ট, ২০১৩, ০৯:২৫:৪২ রাত
সকল মতের মিলন মেলা সোনার বাংলাদেশ ব্লগের হাত ধরেই এসেছি ব্লগিং জগতে। মিলনের এ মোহনায় দেখা হয়েছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্য ও্ সাংস্কৃতি মনা বাংলাদেশী ভাষাভাষীদের। ব্লগে ব্লগ বাড়ী নামে ব্লগারদের প্রতিটা গলিতে ঘূরে আাড্ডায় মেতে উঠতাম। শিখতাম অনেক কিছূ্। কিন্তু মননশিল এ ব্লগটি সর্তিই সোনার বাংলার সোনার মানুষ তৈরীর যে শুভ যাত্রা শুরু করেছিল তা বর্তমান সরকারের সহ্য হয়নি। বিশেষ করে এ সরকারের গাড়ে চেপে বসা আল্লাহদ্রোহীদের খুশী করতে আ্ওয়ামী সরকার যে ইসলাম ও আল্লাহর বিরুদ্ধে এক রকম যুদ্ধই ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের হ্রদয়ের স্পন্দন, সকল মতের মিলন মেলা সোনার বাংলাদেশ ব্লগটি বন্ধ করে দিয়ে কয়েক লক্ষ সাহিত প্রেমী ব্লগারের বাকস্বাধীনতাকে হরন করেছে। শুধু তাই নয়। এ ব্লগের প্রধান মডুকে রিমান্ডে নিয়ে নির্যাতন, জামিনে মুক্তি দিয়ে গৃহান্তরিন করে রাখাও মুক্তাকাশে জেলখানায় বাস করার শামীল। এ জাতির লোকদেরকে যে মানুষটি সাহিত্য প্রেমি করে তোলার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে তিল তিল করে গড়ে তুলেছেন সাহিত্যর বিশাল আড্ডা, ভাষার জন্য যে জাতি জীবন দিয়ে ২১শে ফেব্রুয়ারীকে বিশ্ব ভাষা দিবসে পরিণত করেছে, সে জাতির তরুন প্রজম্ন সে ভাষা চর্চা করার স্বাধীনতা এ সরকারের আমলে হারাতে দেখে আমরা বিস্মিত। ছি। এটার নাম গণতন্ত্র?
তাই এর প্রতিবাদ জানানো প্রতিটি ব্লগারের নৈতিক দায়ীত্ব বলেই আমি তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
স্যামহোয়ার ব্লগটি ইসলাম ও নবী নিয়ে হাজারো পোষ্ট চাপালেও সরকারের এ ব্যপারে নিলিপ্ততা পক্ষপাত দুষ্ট বৈ কিছুই নয়। যারা আমার বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, যারা আমার লিখার গতিকে রুখে দিয়েছে, যারা আমার মিডিয়ার বাক স্বাধীনতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কলম ধরা যেন সময়ের দাবী।
বিষয়: বিবিধ
২৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন