অস্তিত্বের আহাজারী
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৮ জানুয়ারি, ২০১৩, ০২:২৪:২৪ দুপুর
ধর্মের গন্ডি পেরিয়ে গিয়েছিলাম
পাশ্চাত্যর মোহনীয় সভ্যতা আনতে,
মুখোশ পরা সভ্যতা এনেও পারিনি
ধার্মিকদের সনাতনী চেতনা ভাঙ্গতে।
সভ্যতার মুখোশে কেবলি এনেছি
ওপাড়ের চোখ জ্বলসানো শান্তি,
জীবন সায়াহ্নে বড় আফসোস
সভ্যতার প্রলেপে এনেছি ভ্রান্তি।
আপনাকে ভূলে কেঁদেছি অনেক
রুদি, খূঁজে পেতে হারানো সুখ,
এ অবেলায় কেবলি মিছে ক্রন্দন
হারানো অস্তিত্বের যাতনায় ভাসাই বুক।
বিষয়: সাহিত্য
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন