অধ্যাপক গোলাম আযমঃ প্রেরণার লাইট হাউজ
লিখেছেন লিখেছেন সালমান আরজু ২৪ অক্টোবর, ২০১৪, ১২:১১:১৫ রাত
৯৯ সালের আগস্ট মাসে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মসজিদে একদিন মাগরিবের সালাত আদায় করেছিলাম তাঁর ইমামতিতে। প্রথম রাকাতে তিনি সূরা আবাসার শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন। কাকতালীয়ভাবে আজকে মাগরিবের সালাতে আমি ইমামতি করছিলাম একটা ছোট জামায়াতে। প্রথম রাকাতে আমিও সূরা আবাসার শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
সন্ধ্যার পর থেকে বাইরে ছিলাম। একটু আগে রুমে ফিরে জানতে পারলাম তাঁর ইন্তেকালের খবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর থেকে নিজের প্রফেশানাল, ব্যক্তিগত আরও অনেক ব্যস্ততার প্রতি কোন মনোযোগ কাজ করছে না।
তাঁর বেশ কিছু লেখা জীবনে পড়েছি। কিছু বক্তব্য শুনেছি। সবচেয়ে বেশি প্রেরনা পেয়েছি, 'জীবনে যা দেখলাম' নামে তাঁর আত্মজীবনী থেকে। এদেশের ইসলামী আন্দোলনের জন্য তাঁর যে কুরবানী তা যেন আল্লাহপাক কবুল করেন। দুচোখ ভরা স্বপ্ন ছিল তাঁর এদেশে একটা ইসলামী বিপ্লবের। জীবদ্দশায় দেখে যেতে পারলেন না। জানি না আমরা তাঁর সে স্বপ্ন পূর্ণ করতে পারব কি না। জালিমের কারাগারে থেকে জীবনের শেষ দিনগুলো পার করেছেন। চলে গেছেন মহান মা'বুদের আহবানে সাড়া দিয়ে। আল্লাহ্ পাক যেন তাঁকে জান্নাতের উচ্চ স্থানে আসীন করেন। আমীন।
মোরা এক ঝাঁক মেলেছিনু ডানা
নীল আকাশের পানে,
ফাঁকি দিয়ে গেল একটি পাখি
বিধাতার আহবানে।
জীবন মরুর সুকঠিন পথ
ক্রমশ পেছনে ফেলে,
সঙ্গী পাখিরা খুঁজে ফিরি তাঁরে
স্মৃতির আয়না মেলে।
বন্ধু, তুমি আছ মিশে
সকলের প্রাণ মাঝে,
আমাদের গানে তোমার সুরের
মূর্ছনা আজো বাজে।
জানি, দেখা পাব একদিন
এজীবন খেলা শেষে,
আমাদের পথ যেদিন ফুরাবে
তোমার দুয়ারে এসে।
(কবিতাটি সংকলিত)
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন । আমিন
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন