অধ্যাপক গোলাম আযমঃ প্রেরণার লাইট হাউজ

লিখেছেন লিখেছেন সালমান আরজু ২৪ অক্টোবর, ২০১৪, ১২:১১:১৫ রাত

৯৯ সালের আগস্ট মাসে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মসজিদে একদিন মাগরিবের সালাত আদায় করেছিলাম তাঁর ইমামতিতে। প্রথম রাকাতে তিনি সূরা আবাসার শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন। কাকতালীয়ভাবে আজকে মাগরিবের সালাতে আমি ইমামতি করছিলাম একটা ছোট জামায়াতে। প্রথম রাকাতে আমিও সূরা আবাসার শেষের দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার! আল্লাহু আকবার!

সন্ধ্যার পর থেকে বাইরে ছিলাম। একটু আগে রুমে ফিরে জানতে পারলাম তাঁর ইন্তেকালের খবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর থেকে নিজের প্রফেশানাল, ব্যক্তিগত আরও অনেক ব্যস্ততার প্রতি কোন মনোযোগ কাজ করছে না।

তাঁর বেশ কিছু লেখা জীবনে পড়েছি। কিছু বক্তব্য শুনেছি। সবচেয়ে বেশি প্রেরনা পেয়েছি, 'জীবনে যা দেখলাম' নামে তাঁর আত্মজীবনী থেকে। এদেশের ইসলামী আন্দোলনের জন্য তাঁর যে কুরবানী তা যেন আল্লাহপাক কবুল করেন। দুচোখ ভরা স্বপ্ন ছিল তাঁর এদেশে একটা ইসলামী বিপ্লবের। জীবদ্দশায় দেখে যেতে পারলেন না। জানি না আমরা তাঁর সে স্বপ্ন পূর্ণ করতে পারব কি না। জালিমের কারাগারে থেকে জীবনের শেষ দিনগুলো পার করেছেন। চলে গেছেন মহান মা'বুদের আহবানে সাড়া দিয়ে। আল্লাহ্‌ পাক যেন তাঁকে জান্নাতের উচ্চ স্থানে আসীন করেন। আমীন।

মোরা এক ঝাঁক মেলেছিনু ডানা

নীল আকাশের পানে,

ফাঁকি দিয়ে গেল একটি পাখি

বিধাতার আহবানে।

জীবন মরুর সুকঠিন পথ

ক্রমশ পেছনে ফেলে,

সঙ্গী পাখিরা খুঁজে ফিরি তাঁরে

স্মৃতির আয়না মেলে।

বন্ধু, তুমি আছ মিশে

সকলের প্রাণ মাঝে,

আমাদের গানে তোমার সুরের

মূর্ছনা আজো বাজে।

জানি, দেখা পাব একদিন

এজীবন খেলা শেষে,

আমাদের পথ যেদিন ফুরাবে

তোমার দুয়ারে এসে।


(কবিতাটি সংকলিত)

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277673
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৭
চেয়ারম্যানের বউ লিখেছেন : আল্লাহ উনাকে বেহেশত নসীব করূন।
277688
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৪২
বুঝিনা লিখেছেন : ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন ।
মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন । আমিন
277847
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৮
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।

২৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:০২
221763
সালমান আরজু লিখেছেন : আমীন। ছুম্মা আমীন।
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:০২
221764
সালমান আরজু লিখেছেন : আমীন। ছুম্মা আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File