গ্রামীণ জীবনে পরিবর্তনের লাভ-ক্ষতি
লিখেছেন লিখেছেন সালমান আরজু ১০ আগস্ট, ২০১৩, ১০:৫৪:০২ রাত
আধুনিক সভ্যতার বিভিন্ন উপায়-উপকরণ গ্রামীণ জনপদের মানুষের জীবনে দিন দিন ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তন পিছিয়ে পড়া এক বিরাট জনগোষ্ঠীর জীবন যাপন পদ্ধতিকে এক দিকে করেছে সহজ, অপরদিকে গ্রামের স্বাভাবিক জীবন জীবিকায় এনেছে কিছু উপদ্রব।
Globalization তথা বিশ্বায়নের এ যুগে এসে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গোটা বিশ্ব আজ একটা গ্রামে পরিণত হচ্ছে। পাশাপাশি বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির মিথস্ক্রিয়া। ফলে গ্রামের সহজ, সরল মানুষ গুলো আজ জটিল, কুটিল অনেক ঝামেলায় জড়িয়ে পড়ছে। তাঁদের মাঝে পারস্পারিক আস্থা, বিশ্বাসের ভিত্তিমুলে দেখা দিচ্ছে বিরাট ফাটল! তৈরি হচ্ছে বিভিন্ন সামাজিক সমস্যার। বাড়ছে generation gap!
গ্রামীণ জনপদের জীবন যাত্রায় এই বিশাল পরিবর্তনের পেছনে ইদানিং যে technology টা বেশী প্রভাবকের ভূমিকা পালন করছে তা হল ‘মোবাইল’। Mobile Technology গ্রামের তরুণ সমাজের জীবনকে বন্দী করে ফেলেছে তার দেশব্যাপী বিস্তৃত এক বিশাল network এর ফাঁদে। শান্ত-সুনিবিড়, ছায়া-সুশীতল গ্রামগুলি আজ হিংসা, হানাহানি আর নৈতিক অবক্ষয়ের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।
গ্রামের প্রবীণেরা নিজেদের পরবর্তী generation এর ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত এক অনিশ্চয়তার মধ্যে আজ দিনাতিপাত করছেন। তাঁরা আজ হিসেব করছেন আধুনিক সভ্যতার লাভ-ক্ষতি নিয়ে।
এ এক জটিল হিসেব বটে!!
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন