গ্রামে মহিলাদের ঝগড়া !
লিখেছেন লিখেছেন সালমান আরজু ০৮ আগস্ট, ২০১৩, ০৪:০১:২৫ রাত
গ্রামের বাড়িতে এখন। সুতরাং এখনকার পোস্টগুলোতে একটা গ্রামীণ গ্রামীণ ভাব থাকবে, এটাই স্বাভাবিক।
গ্রামের মহিলাদের জীবনে একটা common অনুষঙ্গ হল ঝগড়া। আমাদের পাশের গ্রামের একটা বাড়ির নাম তো একবেবারে ‘ঝগড়া বাড়ি’! গতকাল একটা ঝগড়া পর্যবেক্ষণ করলাম। এই ঝগড়ার কিছু বৈশিষ্ট্য হল, একজনের কথার পিঠে আরেকজনের কথার প্রত্যুত্তর। যাকে বলে একেবারে সেরের উপর সোয়া সের! একজনের দৃষ্টিভঙ্গিকে আরেকজন কোন অবস্থাতেই মেনে নিতে পারে না। ফলে কেউ কারও যুক্তি গ্রহণ করতে পারে না। কেউ পরাজয় মেনে নিতে চায় না। ঝগড়া করে নিজে মোটেই ক্লান্ত হয় না।
এধরনের ঝগড়ার মাঝে যদি আপনি উপস্থিত হন, তাহলে উভয় পক্ষে আপনাকেই বিচারক হিসেবে নিজ নিজ পক্ষের অভিযোগ দেয়া শুরু করবে। আপনি তখন পড়বেন উভয় সংকটে। ঝগড়া করে নিজেদের মাঝে সম্পর্ক নষ্ট করার মাঝে কোন ক্ষতি দেখে না কোন পক্ষই। ঝগড়াটা avoid করার চেষ্টা করে না কেউ। বরং এমন সব কথা বার্তা বলে যাতে ঝগড়াটা আরও লম্বা হয়, যদিও কোন পক্ষই সচেতনভাবে সেটা করছে না।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অল্প সময়ের ব্যবধানে কোন মধ্যস্থতা ছাড়াই নিজেরা পূর্বের সম্পর্কে ফিরে যাচ্ছেন এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।
বিষয়: বিবিধ
১৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন