ডিজিটাল বাংলাদেশ: টালমাটাল !!

লিখেছেন লিখেছেন সালমান আরজু ২৪ জুলাই, ২০১৩, ০৯:৫৫:৫১ সকাল

ডিজিটাল বাংলাদেশ মানে কী? প্রশ্নটি করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের একজন বিদায়ী চেয়ারম্যান। তাঁর সাথে ট্রেনে একসাথে ভ্রমণ করছিলাম ২০০৯ সালে।

ডিজিটাল বাংলাদেশ মানে বুঝানো হয়ে থাকে যেসব ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি ব্যবহার করা যায়, সেসব ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ গোটা দেশের যাবতীয় সিস্টেম হয়ে যাবে কম্পিউটারাইজড!

ডিজিটাল বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি জাতি লক্ষ্য করল গত সপ্তাহে। আমার মনে আছে ১৯৯৯ সালে কোন রাজনৈতিক দল হরতাল আহবান করলে শহরে মাইকিং করে জানানো হত। তারপর এল টেলিভিশন মিডিয়ার যুগ। মানুষ টিভিতে খবর দেখত। এরপর তো তামাম দুনিয়া ফেইসবুক আর ডট কমে ভরে গেল। হরতাল আহবানের জন্য একটা সাংবাদিক সম্মেলন করলেই হল। খবর চলে আসত মিডিয়ায়।

আর গত সপ্তাহে জামায়াতে ইসলামী হরতাল ডাকল নিজেদের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি দিয়ে। সেখান থেকে অন্যসব মিডিয়া হরতালের সংবাদ প্রচার করল।

ডিজিটাল বাংলাদেশে একটি বৈধ রাজনৈতিক দল হরতাল আহবানের জন্য একটি সাংবাদিক সম্মেলন করারও ফুরসৎ নেই। জুলুম নির্যাতনে ভয়াবহতা এমন চরমে গেছে যে, হরতাল আহবান করতে হয় ওয়েভ সাইটে বিবৃতি দিয়ে! এ না হলে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ!

ভাল তো! ভাল না?

বিষয়: রাজনীতি

১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File