রানা প্লাজার ঘটনাঃ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল
লিখেছেন লিখেছেন সালমান আরজু ২৪ এপ্রিল, ২০১৩, ১০:০৫:৫৫ রাত
আগের দিনই ফাটলের খবর জানা গেছে। দেখুন-
এই রিপোর্টটি এসেছে আজকের নয়াদিগন্ত ও আমারদেশে।
নয়াদিগন্ত link
আমারদেশ link
কিন্তু কিছুই করা হয় নি। এই পত্রিকাগুলো সরকার বিরোধী খবর বেশি ছাপে, তাই জনগুরুত্বপূর্ণ খবরও সরকার এড়িয়ে যায়।
দরকার ছিল গতকালই একটা টেকনিক্যাল কমিটি করে দেয়া আর ভবনটি জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা। কিন্তু সরকারী সংস্থাগুলোর লোকজন এই রিপোর্টে যে সব কথা বলেছেন, তাতে মনে হচ্ছে এধরনের ঘটনা ঘটলে তাদের কিছুই যায় আসে না।
এই ঘটনায় যেসব ঈমানদার ভাইবোনেরা ইন্তেকাল করেছেন, আল্লাহপাক যেন তাঁদের গুনাহখাতা মাফ করেন। আমীন।
আহতদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন। আর এখনও আটকে পড়াদেরকে যেন দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আমীন।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন