হাজার বছর ধরে

লিখেছেন লিখেছেন হাজার বছর ধরে ১৪ জানুয়ারি, ২০১৩, ০৩:০৪:২৩ দুপুর

দেশ প্রেমিকের যত গুন সবই আছে যার

দেশ চালানোর যোগ্যতাটাও অনেক আছে তার

তিনি হবেন এই দেশের সফল শাসকিনি

তাকে আমরা এই ব্লগের সকলেই চিনি

রানী মা আমার এই দেশের অতিমান্নি জন

তারে স্বরণ করি মোরা সদা সর্বক্ষণ

উত্তরে যান-দক্ষিনে যান-পূর্ব পশ্চিম সব

চার দিকেতেই রানী মায়ের হয় যে কলরব

সেই মায়েরই ক্যাডার বাহিনীর কর্মকান্ড দেখে

আমরাও এখন শিখে গেছি ভাই গেছি অনেক পেকে

তাইতো এখন চোখে গ্লাস আর হাতে থাকে বন্দুক

কালো টাকার জন্য আছে ঘরেতে রাখা সিন্দুক

৭১ এর মুক্তি যুদ্ধ নানার অবদান

সোনার ছেলেদের হাতে থাকে তাইতো মেশিনগান

ডিজিটালের ডিজি ভুলে সবই হচ্ছে টাল

পদ্মা নদীতে কুমির আনবে কেটে নাকি খাল!!

রানী মা আমার অনেক ভালো পোষে কালো বিড়াল

রাতের আধারে দিনের আলো করে মা আমার আড়াল

যে যা-ই বলুক যে যা-ই করুক সকল কিছুর পরে

রানী মা আমার বেছে থাক হাজার বছর ধরে

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File