সাধারণ মানুষগুলোর উপর তোমাদের গুলি কেন বর্ষে........

লিখেছেন লিখেছেন পরিবর্তন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২১:২৮ বিকাল



হায় রে বন্ধু ! কেমন বন্ধু রে,

তুই এই কাজটা করতি পারলি! আমার বিশ্বাস হচ্ছে না !

নাহ, এটা মেনে নেয়া যায় না মাত্র ১ দিনের ব্যবধানে আরও ৫টি তাজা প্রাণ কেড়ে নিলি ! !

তুই কি ডাইনি, ড্রাকুলা হয়েছিস?

তোর এতই রক্তক্ষুধা?

তোমরা না পরিচয় দাও জনগণের বন্ধু হিসেবে ! !

তোমরা পাকিস্তানীদের মত গণহত্যার উৎসব পালন করছো ?

বুঝলাম তোমাদের উপর আক্রমন করেছিল....

তাহলে তোমাদের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট কি ঘরে রেখে এসেছিলে?

আক্রমনকারীদের কি বিচারের আওতায় আনা যেত না?

সাধারণ মানুষগুলোর উপর তোমাদের গুলি কেন বর্ষে........

এরা কি সিরিয়াল কিলার, শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্মাগলার, হাজার কোটি টাকা লুটপাটকারী, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা কোন কোন প্রতারক ছিল ?

তোমাদের বর্বরতা পাকিস্তানী বর্বরতাকেও হার মানায়।

জনগণের টাকায় কেনা বুলেট তাদেরই বুকে বিধে দিচ্ছো!!

ছি:, এ সমস্ত ঘটনা পুলিশ বাহিনীর উপর কলঙ্ক লেপন করেছে।

মনে রাখা দরকার---

যাকে আজ তোমরা পাখির মতো গুলি করে মারছো তার নিরাপত্তা বিধান করাও তোমাদের পুলিশেরই পবিত্র দায়িত্ব ও কর্তব্য।।।।।

আমরা তোমাদের দেখে থুতু ফেলতে চাইনা, শত্রু ভাবতে চাইনা, তোমরা নিজেদের আর কলংকিত করো না, আর সহিংস আচরণ করো না সাধারণ মানুষের উপর গুলি আর দেখতে চাই না।

এই গুলিগুলো বর্ষিত হোক সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্মাগলার, হাজার কোটি টাকা লুটপাটকারী, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা কোন প্রতারক এর বিরুদ্ধে।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File