বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে নি
লিখেছেন লিখেছেন পরিবর্তন ২৬ নভেম্বর, ২০১৩, ০৭:০৮:৫৯ সকাল
হরতাল, অবরোধ, রাস্তায় গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ধাওয়া, টিয়ারশেল, বুলেট ফায়ারিং................. ................................ বাংলাদেশের তথাকথিত রাজনীতির................. জন্য আজ আমার মত দেশের সকলের জীবনযাত্রায় আতঙ্ক বিরাজমান। সুষ্ঠ, সুন্দর, দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের কোন উপায় নেই। বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনীতি যে জনগণের ও দেশের জন্য নয় তা সচেতন জনগণ ভালোভাবেই উপলব্ধি করে। তাদের কাছে জনগণ কেবলই তাদের ক্ষমতার মসনদে বসার কাঁচামাল মাত্র। .................. আমরা (ভারতীয় উপমহাদেশ থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ) একসাথে স্বাধীন হয়েছি। একসাথে স্বাধীন হয়েও ভারত আর পাকিস্তান উন্নতির শিখরে অবস্থান করছে। শিক্ষা, শিল্প, রাজনীতি, সংস্কৃতি, প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে আমাদের থেকে কমপক্ষে ৫০ বছরের ব্যবধানে এগিয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত মহাকাশ গবেষণা অনেক আগেই শুরু করেছে। সম্প্রতি তারা মঙ্গলগ্রহে অভিযান শুরু করেছে। আর আমরা চাঁদ (পৃথিবী থেকে সবচেয়ে কাছে) সম্পর্কেই কতটুকু জানতে পেরেছি। আমাদের এখন পর্যন্ত ১টা স্যাটেলাইট নাই, আমরা এখন পর্যন্ত কোন গাড়ীই তৈরি করতে পারছি না পারমানবিক প্রযুক্তি তো দূরের কথা। শিল্প-বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবই ভঙ্গুর ............. আর এ সব কিছুর মূলে রয়েছে ... আমাদের প্রতিহিংসাপরায়ন, আদর্শহীন, সৎ উদ্দেশ্যবিহীন, স্বার্থপর বস্তাপচা, রাজনীতি...................... আমাদের দেশের ও জনগণের স্বার্থে কোন জাতীয় পরিকল্পনা নাই (যা আছে একদল ক্ষমতায় গেলে আগের দলেরটা বাতিল করে) ১০/২০/৩০/৫০ বছর পরে দেশের জনসংখ্যা কত হবে সে অনুযায়ী আমাদের এখন থেকে কি করতে হবে, কিভাবে হবে তা তো আমাদের লক্ষ্য হওয়া উচিত, ৪০ বছর পেছনে আমাদের লক্ষ্য হওয়া কি ঠিক....? আমাদের দেশকে দুই দলে ভাগ করে নিয়েছে একদল মনে কারে বাবার দেশ আরেকদল মনে করে স্বামীর দেশ আর বাকীরা কচু পাতার পানি.............................. বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা দেশের জনগণের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে নি .............. প্রয়োজন সর্বদলীয় সরকার পদ্ধতি যেখানে ৫/৬ আসন জেতার ভিত্তিতে মন্ত্রীত্ব বন্টন হতে পারে তবেই যদি ক্ষমতালোভীদের খায়েশ মেটে ও জনগণ শান্তি পায়।
বিষয়: রাজনীতি
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন