হে আলোর পথের যাত্রী ! ! ! !
লিখেছেন লিখেছেন পরিবর্তন ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১২:০০ বিকাল
আচ্ছা, যুদ্ধাপরাধী মানে ই জামাত-শিবির ?
আচ্ছা তুমি যে শ্লোগান টি জামাত শিবির এর বিরুদ্ধে দিচ্ছ
তুমি কি দেখেছ এরাই দুষ্কর্মটি করেছে।
যেহেতু তুমি দেখনি এমনকি প্রত্যক্ষ কোন স্বাক্ষীও নেই।
হ্যাঁ লোকে বলে- মানলাম লোকে বলে....
তাহলে তুমি কেন আওয়ামীসহ অন্যান্যদলে যারা আছে তাদের নিয়ে কথা বলছো না?
তাদের সম্পর্কেও তো অনেক লোকে বলে....
যেমন স্বরাষ্টমন্ত্রী সম্পর্কেও তো আমাদের বঙ্গবীর বললেন
স্বরাষ্টমন্ত্রীকে যুদ্ধপরাধী বা রাজাকার হিসেবে গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে উনি নিজে স্বাক্ষী দিবেন !!!
তুমি কেন বলছো না অবিলম্বে সকল যুদ্ধপরাধীর গ্রেফতার ও ফাঁসি চাই। বলতে পারবে না কারণ তোমরা ব্রেনওয়াশড হয়ে গেছ যুদ্ধপরাধী মানেই জামাত-শিবির।
তোমরা কি কখনো তাদের সাথে মিশেছো, তাঁদের প্রত্যক্ষ করেছো।
তোমাকে শিবির সম্পর্কে শুধুই ঘৃণাই শিখিয়েছে তোমাদের ওস্তাদরা কারণ তারাও এটাই শিখেছে-
শিবির সম্পর্কে জানতে শিখেনি যে
*১৯৭৭ সালে যাদের জন্ম তারা কিভাবে রাজাকার হয়, যুদ্ধাপরাধী হয়
*যোগদানের প্রথম শর্তই ছাত্র হতে হবে
*ভাল ও মেধাবী ছাত্ররাই শিবির করে
*শিবির করলে চরিত্রবান হওয়া যায়
*আদর্শ মুসলিম হওয়া যায়
*৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য তাগিদ দেওয়া হয় (যেহেতু নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে)
*কোরান-হাদীস শিখানো হয়
তুমি কি শুনেছ শিবির এর ছেলেরা কোন মেয়েকে ধর্ষণ করেছে, টেন্ডারবাজী, চাঁদাবাজী, নেশাখোর, গ্রুপিং, আধপিত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ?
চিলে কান নিয়ে গেছে বলে কি,
কানে হাত না দিয়ে চিলে-র পেছনে ছুটতে হবে?
তোমরা তো লক্ষ্য নিয়ে বিভ্রান্ত-
* একবার বলছো রাজাকারের ফাঁসি চাই
* যুদ্ধপরাধীর বিচার চাই
* জামাত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধ কর
* একটা একটা শিবির ধর-- ধরে ধরে জবাই কর
(কি ভয়ানক শ্লোগান)
* ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর
কোরআনের ৬৬৬৬ টি আয়াত কিসের জন্য
রাসূল (সা নিজে যুদ্ধ করেছেন কেন?
আবার যুদ্ধে তার দান্দান মোবারক শহীদ হল কেন?
শুধু কি ইসলামের দাওয়াত দেবার জন্য নাকি
ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার জন্য?
আবার বলছো
"দাবী মোদের একটাই
রাজাকারের ফাঁসি চাই"।
বিভ্রান্তিতে পড়ে ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থার বিরুদ্ধে যেও না মনে করে দেখ তোমরা কার জাতি, তোমাদের বীর পুরুষদের কথা, তাদের জীবন ইতিহাস।
[b]বিভ্রান্তিতে পড়ে তোমরা দাবার গুটি হয়ো না, কারণ এটা রাজনৈতিক খেলা মাত্র কারণ-
"এই আওয়ামীলীগই ১৯৯৬সালে জামাতের সাথে মিলে নির্বাচন করে সরকার গঠন করেছিল"
তখন তো তারা বলে নাই যুদ্ধপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের ঐক্য হতে পারে না। [/b]
আজকে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করাকে দেশপ্রেম মনে করছো ! ! !
কিন্তু মনে করছো না যে তোমার সমবয়সী সে তোমারই দেশের একজন মানুষ তাকে জবাই করা না তাকে বাঁচানোও তোমার দেশপ্রেম এর অর্ন্তগত।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন