এটা অপ্রত্যাশিত নয়, মনের কষ্ট মনে চাপা দেওয়াই ভাল।

লিখেছেন লিখেছেন পরিবর্তন ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০২:২২:৫৬ দুপুর

এটা অপ্রত্যাশিত নয়। কারণ এই ব্যাপারটা আমাদের দেশে ঘটলেও আমাদের বিজিবি নির্দোষ প্রমাণিত হতো। কারণ এটা প্রশাসনের নির্দেশেই হয়েছে, আর কোন শাস্তি যদি হতোই তাহলে যে সমস্যাগুলো হতো 1. সামরিক বাহিনীতে বিশৃংখলা সৃষ্টি হতো 2. রাজণৈতিক অস্থিরতা সৃষ্টি হতো 3. বাংলাদেশ অন্য হত্যাকান্ডগুলোরও বিচার চাইত।যেই ভারতের পেয়াজ রফতানি বন্ধ করার শুধু ঘোষণা দিলেই বাংলাদেশে পেয়াজের দাম 40 টাকা থেকে 100টাকায় পৌছায় তাদের কাছে বিচার অথবা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাওয়া খুবই হাস্যকর নয় কি....?

যেদিন আমরা অর্থনৈতিকভাবে, কৃষি খাতে নিজেরদের পায়ে দাড়াতে পারবো, যেদিন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, যেদিন আমাদের সামরিক বাহিনী ভারতের সাথে যুদ্ধ করার মত সক্ষমতা অর্জন করবে সেদিন শুধু ফেলানির বিচারই না ভারতের সকল হত্যাকান্ড ও অসামঞ্জ্যসতার বিচার করা বা চাওয়া সম্ভব হবে তার আগে নয়......................... আর এগুলো আগামী 50 বছরেও সম্ভব না।

অতএব মনের কষ্ট মনে চাপা দেওয়াই ভাল।

বিষয়: বিবিধ

১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File