যানজট নিরসনে কিছু চিন্তা-ভাবনা
লিখেছেন লিখেছেন পরিবর্তন ২২ জুলাই, ২০১৩, ০১:৩৮:৪৬ দুপুর
নাহ, রাস্তায় বের হওয়ার জো নেই
গাড়ীর ১০ মিনিটের রাস্তা ১ ঘন্টায়ও যেতে পারলাম না।
প্রায়ই এ ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে ঢাকার আমজনতার।
বাংলাদেশের যা অবস্থা-
"রাস্তারও ব্যান্ডউইথ কম
ইন্টারনেটেরও ব্যান্ডউইথ কম
সুস্থ রাজনীতিরও ব্যান্ডউইথ কম"
আচ্ছা স্কুল-কলেজগুলো নির্ধারিত সময়ের ২ সপ্তাহ আগেই বন্ধ দেওয়ার পরও কেন এই অসহনীয় যানজট....?
এটা একটা ভালো উদ্যোগ কিন্তু নিচের চিন্তাভাবনা গুলোও পালন করা যায় কি.... ভেবে দেখা দরকার?
গতকালকের (২১/০৭/১৩) একটি টিভি প্রতিবেদনে দেখছিলাম ঢাকা শহরের যানজটের মূল কারণ মাত্রারিক্ত প্রাইভেট কার। প্রতিদিন নাকি ২০০ করে প্রাইভেট কার ঢাকার রাস্তায় যানজটের প্রতিযোগীতায় যোগ হচ্ছে।
আইডিয়া ১------ একদিন জোড় সংখ্যার নাম্বার প্রাইভেট কার চলবে অন্যদিন বেজোড় সংখ্যার নাম্বার প্রাইভেট কার।
যেমন : শনি, সোম, বুধ........ বেজোড় সংখ্যা
রবি, মঙ্গল, বৃহষ্পতি.............. জোড় সংখ্যা
এতে করে ঢাকার ৭০ শতাংশ জ্যামের কারণটা লাঘব হবে
সাথে আরো কিছু সহকারী কাজও অবশ্য করতে হবে.....। তবে এটাই মূল কাজ।
সমস্যা : তাহলে কি আমাদের ভি আই পি রা (গাড়ী যারা পুষতে পারেন তারা) কি সপ্তাহের অর্ধেক সময় বাসায় বসে থাকবেন ..?
না, অবশ্যই আমাদের সরকারকে এ ব্যাপারে পাবলকি বাস সার্ভিসের মান উন্নোয়নের ব্যাপারে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।
বেশী করে দোতলা বাস প্রচলন, বড় এসি বাসের প্রচলন করা দরকার।(২টা প্রাইভেট কার যে জায়গা দখল করে ৫/৬ জন লোক বহন করে সেখানে দোতলা বাস ধারণ করতে পারবে ১০০/১২০ জন, বড় এসি বাস ৬০/৭০ জন)
আইডিয়া- ২------ এলাকাভিত্তিক অফিস ও মার্কেটের সময়সূচী পরিবর্তন বিশেষ করে রাতে করা যেতে পারে। যে সমস্ত এলাকায় রাতের নিরাপত্তা পরিস্থিতি ভাল (আর এখন নিরাপত্তা পরিস্থিতি এমনিতেও জোরদার করা হবে) সে সব এলাকায় আরো কিছু সহযোগী কাজ করে এটা করা যেতে পারে।
অফিসগুলো সম্ভব না হলেও অন্তত পক্ষে মার্কেটগুলো করা দরকার এবং এ ব্যাপারে মিডিয়ার সহায়তা নেওয়া যেতে পারে।
এতে করে বিদু্ৎ- এর উপরও চাপ পড়বে না অর্থাৎ লোড শেডিং হবে না, রাস্তায় যানজটও হবে না। রাস্তা ও বিদ্যুতের সমবন্টন হবে।
আইডিয়া- ৩------ ফুটপাতের দোকানগুলোকে খোলা জায়গায় ও বিভিন্ন খেলার মাঠগুলোতে অস্থায়ীভাবে (ঈদ পর্যন্ত) স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। কারণ আমাদের প্রত্যেকটির রাস্তার অর্ধেক অংশই এই বাজার, গাড়ীর পার্কিং, হকারের দোকানের দখলে থাকে।
রেলপথ, নৌপথসহ আরো কিছু লিখতাম, থাক ! আপনাদের পড়তে আর ভাল লাগছে না তাই অন্যদিন হবে....।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন