ভাগে কুরবানী করার বিধান

লিখেছেন লিখেছেন শান্তিপ্রিয় ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৬:৪৪ দুপুর



প্রশ্ন: আমরা জানি যে, এক গরুতে ৭ ভাগ হতে হয়, যদি কখনও ৭ জন পাওয়া না যায়, ২ জন বা ৩ জন পাওয়া যায়, তারা পুরো গরুটা ২ বা ৩ ভাগে বণ্টন করে নেন, এই নিয়মে কুরবানী আদায় হবে কি? মুহাম্মাদ আসলাম শেখ, সালমিয়া, কুয়েত।

উত্তর: প্রথম কথা হলো কুরবানী সামর্থ থাকলে একা দেওয়াই উত্তম শরীক খোঁজার আদৌ প্রয়োজন নেই। কেননা শরীকদের মধ্য হতে যদি কোন শরীকের নিয়ত সহীহ না হয়, অর্থাৎ আল্লাহর জন্য না হয়ে গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে, সেই ক্ষেত্রে কারো কুরবানী শুদ্ধ হবে না। অর্থাৎ যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। - বাদায়েউস সানায়ে ৪/২০৮, কাযীখান ৩/৩৪৯

হ্যাঁ সর্বোচ্চ সাতজনে মিলে কুরবানী করা যায়, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রা.) বলেন: আমরা কোন এক সফরে আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম, যখন কুরবানীর সময় হলো, তখন আমরা একটি গরুতে সাত জন ও একটি উটে দশ জন করে শরীক হলাম। হাদীসটি ইমাম আবু দাউদ ছাড়া সকলেই বর্ণনা করেছেন।

ভাগে কুরবানী দিলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭

এবার আসি আপনার প্রশ্নের নির্দিষ্ট অংশের উত্তরে:

উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানী করা জায়েয, সাত জনই হতে হবে এমনটি নয় বরং সর্বোচ্চ শরীক সংখ্যা হলো সাত। - সহীহ মুসলিম ১৩১৮, বাদায়েউস সানায়ে ৪/২০৭

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342956
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
কাহাফ লিখেছেন :
ব্লগার খন্দকার মুহাম্মদ হাবীবুল্লাহ ভাই-এর পোস্টের ব্যাখ্যা বলা যায় সাবলীল এই উপস্হাপনা!
ঐ লেখার অস্পষ্টতা দূর করল সুন্দর এই লেখা!
জাযাকুমুল্লাহ জানাচ্ছি!
342959
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
342963
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১২
আবু জারীর লিখেছেন : কেউ একা একটা গরু কুরবানি করল কিন্তু নিয়ত করল বাবা-মা, শ্বশুর-শ্বাশুরি স্ত্রী এবং ছেলে মেয়ে মিলিয়ে ৭ জনের পক্ষ থেকে তাহলে কি কোন অসুবিধা আছে?
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
284284
শান্তিপ্রিয় লিখেছেন : একা কুরবানী করার ক্ষেত্রে তো কোন জটিলতা নাই। কেননা একটি ছাগলও পুরো একটি পরিবারের জন্য যথেষ্ট। কেননা রাসূল (সা.) এমনটি করেছেন:
كان صلى الله عليه وسلم يضحي بكبشين أملحين عليه الصلاة والسلام، أحدهما عن أهل بيته، والثاني عن أمة محمد صلى الله عليه وسلم، قال أبو أيوب الأنصاري رضي الله عنه الصحابي الجليل: كنا في عهد النبي صلى الله عليه وسلم نضحي بشاة واحدة، يضحي بها الرجل عنه وعن أهل بيته
আবু আইয়ুব আনসারী (রা.) বলেন; আমরা রাসূলের যুগে একটি ছাগল কুরবানী করতাম, যা নিজের পক্ষ থেকে ও পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যেতো।একটি ছাগল একটি পরিবারের জন্য যথেষ্ট, সংখ্যা যত হোক না কেনো। সুতরাং গরুর বেলায় তো বলার অপেক্ষা রাখে না। মুহতারম আপনি যদি একা একটি গরু কিংবা ছাগল কুরবানী করেন, আপনি পরিবারের সকলকে শরীক করতে পারবেন। ইনশা আল্লাহ
342965
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ আপনাকে এই পোষ্টের জন্য। আপনার পোষ্ট দেখার পরে আমি কোরবানীর মাসালা নিয়ে আরো কিছুটা তাহকীক করলাম এবং আমার পোষ্ট এডিট করলাম।
যাজাকাল্লাহু খায়ারান।
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
284285
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানী করা জায়েয, [b]সাত জনই হতে হবে এমনটি নয়[/b বরং সর্বোচ্চ শরীক সংখ্যা হলো সাত। - সহীহ মুসলিম ১৩১৮, বাদায়েউস সানায়ে ৪/২০৭
343028
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৮
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উটে কি ১০ শরীক দেওয়া যাবে?
একটি ছাগলের দ্বারা পরিবারের সবার পক্ষথেকে আদায় হবে?
মনে করুন, পরিবারের ৫ জনের উপর কোরবানী ওয়াজিব, তবে একটি মাত্র ছাগল বা দুম্বা দ্বারা কি সবার পক্ষ থেকে আদায় হবে?
জানতে আগ্রহী। সূত্রসহ উল্যেখ করলে বেশি উপকৃত হবো।
জাযাকাল্লাহ খাইর

০৮ অক্টোবর ২০১৫ রাত ১০:৪১
286325
শান্তিপ্রিয় লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম
জি একটি উটে ১০ জন পর্যন্ত শরীক হওয়া যাবে। আর একই পরিবারের লোক যতই হোক একটি ছাগল বা দুম্বা যথেষ্ট হবে।
وى الترمذي (1505) عن عَطَاء بْن يَسَارٍ قال : سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتْ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ : كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ . صححه الألباني في صحيح الترمذي .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File