মনে পড়ে !
লিখেছেন লিখেছেন শান্তিপ্রিয় ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৮:৪৯ সকাল
মাগো আমায় পনে পড়ে
সেই ছোট্ট বেলার কথা,
কোলে নিয়ে মধুর মধুর-
গল্প বলতে যাথ।
যখন তুমি একটু সময়ের জন্য
থাকতে না মোর পাশে,
মনে হতো এই পৃথিবী-
শূন্যে ভেসে আছে।
তোমায় নিয়ে গর্ব করি,
তুমি আমার প্রাণ,
তোমার কোলে পাই যে আমি
শুধুই মাটির ঘ্রাণ।
ভয় পেওনা মাগো তুমি-
আমরা তোমার পাশে,
সুখে দুঃখে আমরা সবাই-
থাকবো তোমার কাছে।
যে যাবার সে চলেই যাবে,
দুঃখ করো নাকো
সোনার ছেলে একটি হলেই-
সুখে থাকবে মাগো ॥
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন