মানবতার আর্তনাদ

লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ২৩ মার্চ, ২০১৩, ০৮:০২:৩৯ রাত

'মানবতা' তুমি জাগ্রত হও নারীবাদীদের আহবানে ,

'মানবতা' তুমি ঘুমন্ত থাকো হিজাবি বোনদের আর্তনাদে ।

'মানবতা' তুমি চিৎকার কর একজন পতিতার ধর্ষণে ,

'মানবতা' তুমি বোবা রুপ ধারন কর একজন ধর্ষিত ডাঃ ইভার বুক ফাটা আওয়াজে ।

'মানবতা' তুমি সুশীল-মুক্তমনাদ ­ েরচায়ের আড্ডা ,

'মানবতা' তুমি মজলুমের বিরুদ্ধে কথার ঝুলি ।

‘মানবতা’ তুমি প্রতিবাদকে বল তাণ্ডব ,

‘মানবতা’ তুমি প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে গণহত্যাকে বল প্রতিরোধ।

'মানবতা' তুমি আমন্ত্রিত হও পশ্চিমাদের কোন কুকুরের বিয়েতে,

'মানবতা' তুমি ইসলামের বিরুদ্ধে কলম ধর পশ্চিমাদের ডলার পেতে।

'মানবতা' তুমি আমেরিকার তেলের খনি,

"মানবতা" তুমি বেঁচে থাকার জন্য ছটফট করতে থাকা কোন ইরাকি শিশুর শেষ ধ্বনি ।

'মানবতা' তুমি চোখ বন্ধ রাখো ইসরাইলিদের হত্যাযজ্ঞে,

'মানবতা' তুমি কানে হেডফোন বহন করফিলিস্তিনিদের প্রতিবাদে ।

'মানবতা' তুমি ব্যস্ত থাকো আমেরিকান কুকুরের মৃত্যু নিয়ে ,

'মানবতা' তুমি নীরব থাকো রোহিঙ্গাদের লাশের স্তুপ দেখার আশা নিয়ে ।

'মানবতা' তুমি ঘুমিয়ে থাকো ইসলাম প্রশ্নে ,

'মানবতা' তুমি গর্জে উঠো ইসলাম বিরোধীদের আহবানে!!!

বিষয়: বিবিধ

১৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File