কুল্লাম কুল্লা পেয়ার ক্যারে হ্যাম দুনো সে...............
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১৯ মার্চ, ২০১৩, ০৫:৩০:৫৩ বিকাল
উপরের হিন্দ গানের পংক্তিদ্বয় গতকালের আওয়ামীলীগের জনসভায় বেগম মতিয়া চৌধুরী খুব সুন্দরভাবে গেয়েছেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় ভাষণকালে বেগম মতিয়া জামায়াতে ইসলামীর সাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জোটের প্রতি ইঙ্গিত দিয়ে এ কথাটি বলেন। এত কুরুচীপূর্ণ বক্তব্য কোন রাজনৈতিক নেতা দিতে পারে তা আমার জানা ছিল না। এমনিতেই আওয়ামীলীগের নেতাদের বক্তব্যে সবসময় বিরোধীদলকে দোষারোপের কথা থাকেই এবং তা অনেক সময় মাত্রাতিরিক্ত। কিন্তু গতকালের এই বক্তব্য শালীনতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। বেগম মতিয়া হিন্দি ছবি ও গান ভালই দেখেন মনে হয় কারণ কাল এই গানের প্রায় অর্ধেকটা তিনি গেয়ে শুনিয়েছেন। অবশ্য ভারতপ্রীতিতে হিন্দি গানের চর্চা অবাক হওয়ার কিছু নয়। তবে এভাবে রাষ্ট্রের প্রধান বিরোধীদলের নেতা এবং কয়েকবার নির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম কটুক্তি সম্পূর্ন শিষ্টাচার বহির্ভূত। আমরা তরুন প্রজন্ম এদের কাছ থেকে কি করে দেশপ্রেম শিখব। জামায়াতের সাথে পেয়ার তো আওয়ামীলীগ সেই ৯০ এর দশকেই করেছে আর এখন মনে ছ্যাঁকা খেয়েছে তাই বিএনপির সাথে এদের জোটকে সহ্য হচ্ছে না। রাষ্ট্রের গুরুত্বপুর্ণ এসব রাজনীতিবীদরা যেন কথা বলার আগে একটু শিষ্টাচার লালন করেন।
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন