কবুতরের জোড়া
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১৭ মার্চ, ২০১৩, ০৭:৩৯:৪৩ সকাল
রাজধানীর তরুণ তরুণীদের মধ্যে কবুতর
স্বভাব প্রবল । এরা কবুতরের মত জোড়ায়
জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায়
চলাফেরা করে, একে অপরের
উষ্ণতা বিনিময় করে। ভালবাসা আদান
প্রদান ও চলতে থাকে, খাবারও
ভাগাভাগি করে থাকে । আহ্ , রাস্তায়
জোড়ায় জোড়ায় কত কবুতর দেখেছি । জয়তু কবুতর । শুধু রাজধানী নয় বরং সব জায়গায় এখন কবুতরের বংশবৃদ্ধি হয়েছে। পার্কে তো কবুতরের ঠোকাঠোকিতে ভদ্রলোকেরা সেখানে যেতেই পারে না। গতকাল গ্রামের বাড়িতে গেলাম, নিজের কলেজে গেলাম। আহারে প্রেম কারে কয়! যেন মাঠটায় বেডরুম। কেউ দেখল কি দেখল না সমস্যা নেই সুযোগ পেলেই.... কর্পোরেট প্রেম। মজা লুট, দুনিয়াটায়তো মজার। তবে মেয়েরা তোমাদের বলছি, সব হারিয়ে কেঁদো না।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন