প্রথম আলোর ধৃষ্টতা
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১২ মার্চ, ২০১৩, ০৩:৩৯:৫৮ দুপুর
এবার কুরআন কে নিয়ে ব্যাঙ্গ !!
প্রথম আলো এইবার কুরআনের
আয়াতেরঅর্থ তাদের ফান ম্যাগাজিন
রস আলোতে উপহাস স্বরূপ ব্যবহার
করল।
গত কাল প্রকাশিত রস আলোর ৫
নং পেজে বসন্তের কোকিল যখন যা বলেন শিরনামে এক লেখায়
সুবিধাবাদি লোকদের চরিত্র
তুলে ধরতে গিয়ে তারা পবিত্র
কুরআনের সূরা লোকমানের ২৭নং আয়াতের অর্থ হুবহু তুলে দেয়।
শুধু আল্লাহ তা'আলার গুন বর্ননারজায়গায় সরকারের গুনের কথা লিখে দেয়।
পবিত্র কুরআনের আয়াতটি এরকম,
"যমীনের সমস্ত গাছ যদি কলম হয় আর
মহা সমুদ্রের সাথে সাত সমুদ্র যুক্ত
হয়ে যদি কালি হয় তবুও আল্লাহর
গুনাবলী লিখে শেষ করা যাবে না।"
প্রথম আলোতে -
"সাগরের সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো যায়, আর বনের সমস্ত গাছ দিয়ে যদি বানানো যায় কলম, সেই কালি-কলম দিয়েও এই সরকারের গুণের কথা লিখে শেষ করা যাবে না!"
তারা সব উপমা একই রেখেছে শুধু
আল্লাহর জায়গায় সরকার লিখেছে।
আজ কাল কুরআনের আয়াতের অর্থ
হুবহু নকল করে ফান করা শুরু হয়েছে,
যা আগে কেউ কল্পনাও করত না।
প্রথম আলো কে ব্যান করা হোক, এর আগেও মোহাম্মাদ (স.) নিয়েও ব্যাঙ্গ করেছিল এই প্রথম আলো !!!
বিষয়: বিবিধ
১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন