একটি কৌতুক
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১২ মার্চ, ২০১৩, ১১:২৫:২৭ সকাল
- বাংলাদেশ ক্রিকেট দল তিনটা সেঞ্চুরি করেছে।
- বলেন কি ভাই? অনেক দিন পর একটা বড়ো খবর শুনলাম।
- আস্তে উত্তেজিত হবেন না। আরেকটা খবর আছে, মহামান্য রাষ্ট্রপতির শারীরিক অবস্থা খুবখারাপ, তাকে নেয়া হয়েছে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে।
- অ্যা। খুবই খারাপ খবর।
- ওদিকে বিএনপির সমাবেশে ককটেল ফুটেছে।
- সর্বনাশ। বলেন কি? আবার হরতাল দিছে নাকি?
- আগামীকাল হরতাল।
- শিট, খুব খারাপ, ভেরি ব্যাড।
- ভাই, খবর এখনো শেষ হয়নি, বাকি আছে।
- আর কি খবর???!!!!!
- মির্জা ফখরুল গ্রেফতার।
- বলেন কি?
- এইমাত্র তাকে ছেড়ে দেয়া হয়েছে।
- ধরলো, আবার ছেড়ে দিল? লেটেস্ট খবর কি?
- লেটেস্ট খবর হচ্ছে, কয়েক মিনিটের ব্যবধানে আবারও তিনি এরেস্ট।
- সাবাস। রহুল কবিরের খবর কি? উনি তো গ্রেফতারের ভয়ে অফিস থেকেবেরুতেন না।
- ভাই, রুহুল কবিরকে ধরা হইছে। তারে প্রিজন গাড়িতে তোলা হয়েছে।
- খাইছে। আর কে কে গ্রেফতার?
- মহিলা নেতাকর্মীদের একটি রুমে বসিয়ে রাখা হয়েছে। তাদের এখনো গ্রেফতার করা হয়নি, হতেও পারে, আবার নাও হতে পারে।
- বলেন কি?
- ভাই, বসবাসের জন্য বাংলাদেশ দারুন একটি জায়গা।
- কেন বলেন তো?
- এই দেশে আপনি কখনোই ''বোর'' ফিল করবেন না। দেয়ার ইজ অলওয়েজ সামথিং হ্যাপেনিং ...
- হে হে হে, তা যা বলেছেন।
- ভাই, আই লাভ দিস কান্ট্রি।
- মি টু।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন