মিডিয়াতে নারীদের উপস্থাপনা
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১০ মার্চ, ২০১৩, ০৯:২১:৪৮ রাত
একটি বিলবোর্ডে একজন নারীর ছবি। এই বিলবোর্ডের ক্যাপশনটি ছিলঃ খাঁটি দুধের অঙ্গীকার নিয়ে তৈরী বাংলাদেশ, আপনি তৈরী তো। এখানে বিজ্ঞাপনটি দ্বারা আমরা কি বুঝতে পারি। যে কোন বিজ্ঞাপনে নারী উপস্থিতি যেন বাধ্যতামূলক আর সে উপস্থাপনাটা ভোগ্যপণ্যের মত। ছেলেরা তাদের মুখে ক্রীম মাখে যে ন তার পিছনে সুন্দরী ললনারা ছুটে চলে। কনডমের বিজ্ঞাপনেও নারী লাগবে।- ফেয়ার লাভলী ফেয়ারনেস ট্রিটমেন্টের যে বিজ্ঞাপন প্রচার করছে তাতে নারীর স্বত্তাকে কুলশিত করা হচ্ছে। যেন নারী শুধু সাজুগুজু করা পুরুষের ভোগ্যপণ্য। সুন্দরী না হলে তারা কোথাও দাম পাবেন না। যার প্রভাব শিশু থেকে তরুণী সহ সববয়সী নারীদের মানসিক বিপর্যয় ডেকে আনছে। তারা ধরেই নিচ্ছে যে তাদের জীবনে রূপবতী হওয়াই একমাত্র লক্ষ্য। সুন্দর হও আর সে সুন্দর্যকে ভোগ করবে কিছু পুরুষ। দৈহিক অর্ধনগ্ন সৌন্দর্য দেখিয়ে বুড়ো বিচারকদের কামুক নজর জয় করে হয়ে যাও মিস বাংলাদেশ বা ইউনিভার্স। কিংবা এফ টিভির আদতে হয়ে যাও টপ মডেল। তোমরা নিজেরা নিজেদের মর্যাদা বোঝ না। সেরা হতে মিডিয়াতে আস আর দিয়ে যাও নিজের সবচেয় মূল্যবান সম্পদ। মাঝে মাঝে মোবাইল ভিডিওর মাধ্যমে হয়ে যাও বিখ্যাত। আজ নারীরা নিজেদেরকে স্বাধীন বা প্রগতিশীল করতে গিয়ে ভোগে পরিনত হচ্ছে সমাজের কিছু পুরুষের যারা তাকে চোখ দিয়ে ধর্ষণ করে বা কথার মাধ্যমে আর সুযোগ পেলে নিজের অঙ্গ দিয়ে। তারপরও তোমরা স্বাধীন। কি আর বলব? এসব বললে তো আমি আবার মৌলবাদী হয়ে যাব। তাই দেখি ভবিষ্যতে কি হয়।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন