নারী স্বাধীনতা
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ০৯ মার্চ, ২০১৩, ১১:৫৫:৫০ রাত
আশ্চর্য দর্শন এই যে, মহিলা যখন
বিমানে বিমানবালা হয়ে মানুষের সেবা করে,
তাদের সামনে ট্রে সাজিয়ে \ পরিবেশন
করে এবং তাদের কামাসক্ত দৃষ্টিতে বিদ্ধ হয়
তখন তা হয় ‘স্বাধীনতা’।
পক্ষান্তরে সে যদি নিজের ঘরে নিজের জন্য,
স্বামী ও সন্তানের জন্য, পিতামাতার জন্য
খাবার রান্না করে তাহলে তা পরাধীনতা। এই
আশ্চর্য দর্শনে নারীকে ভুলিয়ে বণিক
সমপ্রদায় তাকে ব্যবহার করেছে বাণিজ্যিক
স্বার্থে। তাকে বানানো হয়েছে প্রদর্শনীর
বস্তু। সেলসগার্ল দরকার
তো মহিলা হতে হবে, পণ্য বিক্রির
প্রয়োজন তো মহিলারই বিক্রি করতে হবে।
যেন তার রূপ- সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ
পণ্য ক্রয় করে। তার প্রতিটি অঙ্গ
খোলা বাজারের পণ্যে পরিণত হয়েছে। এমন
কোনো বিজ্ঞাপন পাওয়া যাবে না,
যাতে নারীর ছবি নেই। নারীকে পণ্য
বানিয়ে নিজেরা অর্থ উপার্জন করছে। এর
নাম দিয়েছে নারী স্বাধীনতা
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন