সব আয়োজন সম্পন্ন এখন বাকী খালেদা জিয়া।
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১১ এপ্রিল, ২০১৩, ১১:২৩:০৭ সকাল
"History repeats itself." ইয়েটস এর কবিতার এই লাইনটা বারবার এখন মনে পড়ছে। ৭৫ থেকে ১৩ খুব বেশী সময় নেয় নি বাংলাদেশের ইতিহাসে এই কবিতার লাইনটি সত্য হতে। বাকশাল কথাটা বাপ দাদাদের মুখে শুনেছি। শুনেছি স্বাধীনতা যুদ্ধের এক মহান নেতা তাঁর চারপাশের বামদের প্রচ্ছন্ন ভ্রান্তির মধ্যে পড়ে বাকশাল কায়েম এবং ফলশ্রুতিতে আকাশচুম্বী জনপ্রিয়তায় ধস। উত্তরাধীকার সূত্রে পাওয়া অধিকারে রাজনীতিতে পিতৃহত্যার প্রতিশোধ নিতে আগমন হয় বর্তমান নেত্রীর। মজার বিষয় হচ্ছে সেই বাকশালী ভূত এবং সেই বামপন্থী এখন সরকারের মাথায় ও চারপাশে ভীর করে আছে। আল্লামা সাঈদী তাঁর এক ভাষণে বলেছিলেন, ফুলবাগান ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে বাগানের প্রত্যেক ডালে ডালে। এখন ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আজ আমরা দেখছি সরকারের চারপাশে বামপন্থীরা ঘিরে আছে। বর্তমান সময়ের অধিকাংশ মন্ত্রীরা তাদের ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন বা ছাত্রমৈত্রীর রাজনীতির সাথে জড়িত ছিল। একজনতো বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। আজ তারাই সরকারের নীতিনির্ধারক। পরিকল্পনা করে তারা আর বাস্তবায়ন করে সরকার। সরকারের বর্তমান কার্যকলাপের মাধ্যমে এখন বোঝায় যাচ্ছে সরকার অবশ্যম্ভাবী বাকশাল কায়েমের দিকে যাচ্ছে। বিএনপি এর শির্ষস্থানীয় সব নেতাকর্মী এখন জেলে। আজ মাহমুদুর রহমানও গ্রেফতার। জামায়াতের তো সবাই প্রায় আগে থেকে গ্রেফতার। এখন বাকী খালেদা জিয়া। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী সপ্তাহ কিংবা আগামী মাসে এটি ঘটতে পারে। এখন দুটো ঘটনা ঘটতে পারেঃ এক। আওয়ামীলীগ চরম স্বৈরাচারীভাবে বাকশাল কায়েম করে বিরোধীদল দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকবে। দুই। চরম গণআন্দোলন ও প্রাণের বিনিময়ে সরকার পতন। যাই ঘটুক না কেন দেশ একটি অবধারিত সংঘাতের দিকে এগুচ্ছে। তবে কি আবার ১/১১?
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন