প্রশ্নঃ শাহবাগ প্রজাতির উপকারিতা বর্ণনা কর।
লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ০৮ এপ্রিল, ২০১৩, ০৩:৪৩:৩৮ দুপুর
সকল প্রজাতির প্রাণী তা যত নীচু শ্রেণীর হোক না কেন তা প্রকৃতির জন্য কিছু উপকার বয়ে আনে। মানব প্রজাতির মধ্যে শাহবাগীরা এদেশকে বিভক্তির পর্যায়ে ঠেলে দিলেও কিছু উপকার তো অবশ্যই করেছে। এগুলো হলোঃ
১। কাদের মোল্লার ফাঁসির দাবীতে এক হওয়া অল্প কিছু ব্লগারদের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন অতিমাত্রায় দলীয়করণ করতে গিয়ে জনগণের কাছে সরকারের ধরা খাওয়া।
২। শাহবাগ আন্দোলন এবং অজ্ঞাতদের হাতে থাবা বাবা খুনের পর আন্দোলনকারীদের ইসলাম বিদ্বেষী মনোভাব উন্মোচন।
৩। শাহবাগীদের হিরো বানাতে গিয়ে হলুদ মিডিয়ার দেওলিয়াপনা ও নাস্তিকতার পৃষ্ঠপোষকতার প্রকাশ।
৪। ভার্চুয়াল ওয়ার্ল্ড এর ইসলাম বিদ্বেষীদের প্রকাশ্যে আগমন এবং জনগণ কর্তৃক চিহ্নত।
৫। শাহাবাগীদের আস্ফালন এর সবচেয়ে বড় উপকার হচ্ছে এরা এমন একটা প্রেক্ষাপট তৈরী করেছে যা সকল ইসলামী দলকে প্রকাশ্যে অপ্রকাশ্যে এক কাতারে এনেছে।
৬। রাজপথে হেফাজতে ইসলামের আগমন ও তৌহিদী জনতার একত্বতা হওয়া।
৭। শাহবাগের আন্দোলনের ফলে সাঈদীর ফাঁসির রায় এবং প্রতিক্রিয়ায় সরকারের গণহত্যা যা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আরো বিক্ষুদ্ধ করে তোলে।
৮। ফরিদ উদ্দীনের মতো মোনাফেকদের চিহ্নত করার ক্ষেত্রেও এর ভূমিকা আছে।
৯। ধর্মপ্রাণ মুসলমানদের জাগিয়ে তোলেছে ঈমান রক্ষার জন্য। ১০। সরকার যে নাস্তিক বাম দ্বারা পরিচালিত তা প্রকাশ=> তার মানে এই নয় যে এই প্রজাতির প্রাণীরা মানুষের জন্য অনেক উপকারী। এদেরকে যত দ্রুত সম্ভব উত্খাত করতে হবে। ক্যানসারের মতো ছড়িয়ে পড়ার আগেই ছাটাই করতে হবে এদের।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন