ফাসির পরিবর্তে জাবজ্জীবন, বাদামের পরিবর্তে ঠুঙ্গা। দে টাকা ফেরত দে!!!!!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন কাজী মুস্তাহিদুজ্জামান ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৬:২৮ দুপুর
আব্দুল কাদের মোল্লার ফাসির রায় হইয়াছে !! আজি কার্যকর হইয়াছে !! সারা দেশের আকাশে বাতাশে শান্তির শ্বেত কবুতর উড়িতেছে। শহরে নগরে অলিতে গলিতে রসগোল্লার ছড়া ছড়ি। খাইতে খাইতে নসু পাগলা পেট ভরিয়া, জামার পকেট ভরিয়া, ভিক্ষার ঝুলি ভরিয়া, সহাস্যে অট্ট হাসি বাহ!! এমন যদি প্রতিদিন হইতো।
আরেকটি মিষ্টি খাওয়ার জন্য যখনি গাল হা করিলো, তখনি একটি মসার কামড়ে ঘুম ভাঙ্গিয়া গেলো কামরুলের। জাগিয়া শোনে টিভিতে ব্রেকিং নিউজ, কাদের মোল্লা বেকছুর খালাশ।
হতভম্ভ হইয়া বাথরুমে দৌড় দিলো। বিড়ি টানিতে টানিতে চিন্তা করিলো, এতো গুলো রসগোল্লা খাবো স্বপ্নে দেখিলাম, এখন বুঝি একটা লাড্ডুও বুঝি কপালে জুটিবে না। উপরন্তু জামাতের আনন্দ মিছিলের মন্ত্রপূত জুতা পিটা করিবে আমাকে। আমাকের আর পাইবে কই? আমি তো বাথরুমে পুরা প্যাকেট শেষ করিবো তার পর বাইর হমু। যুতা মারবি মার আমার ছবির উপর মার, ওতে আমার ইজ্জত যায় না। রাজ কোশ উজাড় করিয়া শালাগো বসাইলাম বিচার করতে। সন্ত্রাসীগো অস্ত্র টাকা মদ আর নারী দিয়া ল্যালাইলাম ওগো ঠ্যাংগাইতে। পুলিশকে কইলাম ওরো মার নইলে চাকরি ছাড়। জন দাবি প্রমান করতে বামদের দিয়া হরতাল করাইলাম। এতো কিছুর পরো যদি হয় বেকছুর খালাশ...
তাইলে জাতী ন্যায় বিচার পাইবো ক্যামনে? !!!!
আমার ছাপ কথা... ন্যায় বিচার মানে ফাঁসি। যুক্তি তর্ক সাক্ষী ওডা তোরা বুঝ। ন্যায় বিচার চাই নইলে পয়সা ফেরত। টাকা দিছি বাদাম কিনার লাই। দিছো কিনা ঠুঙ্গা। ধর তোর ঠুঙ্গা আমার টাকা ফেরত দে... শালার বেটা শালা।
কামরুলের বৌ করাঘার করে ডাকিলো। ওরে হাগা ধরছে, ছিগারেট কয়ডা খায়। বাইরাও তাড়াতাড়ি।। শোন কাদের মোল্লার খালাশ হয় নাই। জাবতজ্জীবন হইছে। মিডিয়া হালারা এমনিতে কইছে খালাশ। সব শালারে জামাত শিবিরের ভুতে পাইছে।
কামরুল না ছুছিয়াই প্যান্ট পরে বাইর হইলো। যাক রস গোল্লা না পাই, শান্তনা পুরস্কার লাড্ডু খাই গিয়া। Click this linknull
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন