বিজিবি-পুলিশের পোশাক পরিহিত এরা কারা?

লিখেছেন লিখেছেন সূর্য রশ্মি ০১ মার্চ, ২০১৩, ০৩:৪২:২৬ দুপুর

ভেবে দেখার মত একটি বিষয়: বর্ডারগুলোতে ডিউটি দেয়ার পর সারাদেশে নিয়োগ দেয়ার মত যথেষ্ট পরিমানে বিজিবি আছে কি বাংলাদেশের? বর্ডারের বিজিবি গুলো যদি সারাদেশে নিয়োগ দেয়া হয় তাহলে বর্ডার কি অরক্ষিত? আর যদি বর্ডারকে অরক্ষিত না করা হয় তাহলে বিজিবির পোষাকে সারা রাস্তায় কাদের দেখা যাচ্ছে?

ঢাকার পুলিশদের যখন বিভিন্ন জেলায় সংঘর্ষপূর্ন এলাকায় নিয়োগ দেয়া হচ্ছে তাহলে ঢাকায় এত পরিমানে বিপুল সংখ্যক পুলিশ আর র‍্যাবের আনাগোনা কিভাবে হলো? এরা কারা?

মন মানতে না চাইলেও একটা অজানা শংকা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে। এ চিন্তাগুলো উড়িয়ে দেবার মত নয়। বরাবরই আমাদের দেশের লোকজন একটা কিছু ঘটার পর বিষয়টা আন্দাজ করতে পারে কিন্তু তখন আর সময় থাকেনা। বর্তমানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলোতেও যদি জনগন অতীত অভ্যাসের পূনরাবৃত্তি ঘটায় তাহলে এ দেশের স্বাধীনতার সূর্যটা হয়ত অস্তমিত হতে আর বেশি দেরী নেই। হয়ত ভৌগলিক অবস্থানটা শুধু থাকবে আমাদের কিন্তু বরন করতে হতে পারে নেপাল, সিকিম, ভুটানের মত ভাগ্য।

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File