ঝড়ো জীবন যেন দাবার গুটি

লিখেছেন লিখেছেন সূর্য রশ্মি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৯:০১ রাত

পরিবেশটা গুমোট হয়ে আছে। পুরো আকাশটা কালো মেঘে অন্ধাকারচ্ছন্ন। অসহ্য অস্বস্থিকর যন্ত্রনায় মানুষ হাসফাস করছে। একটা প্রলয়ংকরী ঝড়ের যেন পূর্বাভাস এটা। যেকোন মূহুর্তেই শুরু হয়ে যাবে তান্ডবলীলা। একটা অজানা ভয়ের আশংকায় মানুষ জড়থড় হয়ে আছে এই বুঝি শুরু হলো ধ্বংসযজ্ঞ। গুড়ুম গুড়ুম আওয়াজটা দূর থেকে ভেসে ভেসে আসছে। সার শরীরে স্পর্শ করে যাচ্ছে বিষাক্ত তপ্ত নি:শ্বাস। সাধারন খেটে খাওয়া এ আদম সন্তানগুলো কি পারবে, এ ঝড়কে মোকাবেলা করতে? অবশ্যই পারবে। পারতেই হবে, কারন প্রতিকুলতাকে পুজি করেই তারা ক্রমাগত জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছে। উপরের মানুষগুলোর কি খবর? তারাও বুঝতে পারছে ঝড় যেকোন মূহুর্তেই শুরু হয়ে যেতে পারে তাই নিরাপদ আশ্রয়ে বাতি নিভিয়ে তারা বাহিরের ঐ হতভাগাগুলোর দৌড়ঝাপ দেখছে।

ঝড় আসতে আর বেশি দেরী নেই। এইতো শুরু হয়ে গেল। রক্ত হীমকরা গর্জনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। নগর জীবনকে এক ফুঁতে উড়িয়ে ফেলছে কোন এক অজানা জায়গায়। সার্কাসের বল জাগলিংএর মত মানুষের জীবনযাত্রাটাকে দুই হাতে নাচাচ্ছে। মানুষগুলো প্রাণপনে লড়াই করছে। এ লড়াই টিকে থাকার লড়াই। যে করেই হোক মানব সভ্যতাকে বাঁচাতেই হবে। ইতমধ্যে অনেকেই বাতাসের তোড়ে উড়ে গেছে। কেউ শুণ্যে ডিগবাজি খাচ্ছে, কেউ প্রানপনে ঝড়ো হাওয়াকে হাতে যা আছে তাই দিয়ে গতিরোধ করার নিষ্ফল চেষ্টা চালাচ্ছে।

ঝড় থেমে গেছে। আকাশের কালো মেঘও আস্তে আস্তে সরে যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্যটা আস্তে আস্তে মাথাটা উঠাচ্ছে আর রক্তিম আভা ছড়াচ্ছে। ঝড়ের তান্ডবে টিকে যাওয়া মানুষগুলো তার প্রিয়জনদের অসহায়ের মত খুজেঁ বেড়াচ্ছে। তাদের করুন বিলাপের সাথে সাথে নীড়হারা পাখিগুলোও যেন অঝোড়ে কাঁদছে।

বাতি নিভানো ঘরে লুকিয়ে থাকা উপরের মানুষগুলোর এখন অনেক দায়িত্ব। ঝড়ের ক্ষয়ক্ষতি অনেক। প্রচুর অর্থ সাহায্য লাগবে। চোখের ভেতরে তাদের মধ্যে লালসার আগুন ঠিকড়ে বেরুচ্ছে। এইতো মওকা ক্ষয়ক্ষতিকে পুঁজি করে মোটা অংকের সাহায্য হাতানো যাবে। এরই মাঝে কে কত হিস্যে পাবে ভাগাভাগি হয়ে গেছে। অনেকরে মাঝে তাদের ভাগটা মন:পুত হচ্ছেনা। মুখ কালো করে বসে আছে। তারা ধান্দায় আছে নিজেরা আরেকটা দল করে সাহায্য আনবে। আবার শুরু হলো জগত মারপ্যাচের দাবা খেলা। আর ঐ হতভাগা মানুষগুলো!! প্রলয়ংকরী ঝড়কে শক্ত হাতে মোকাবেলা করেও শেষ পর্যন্ত দাবার গুটি হয়েই জীবন পার করতে হবে।

আবার ঝড় হবে, আবার একদল লুকিয়ে থাকবে আর বাকীরা অসহায়ের মত ঝড়কে মোকাবেলা করবে আবারও দাবার গুটিতে পরিনত হবে। এটাই যেন জীবনচক্র। এটাই নিয়তী।

বিষয়: সাহিত্য

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File