নি:স্তব্দ রাত্রি-১

লিখেছেন লিখেছেন সূর্য রশ্মি ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৮:৫৮ রাত

রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আশে পাশে বেশিরভাগ দালানগুলোর সন্ধ্যাবাতি অনেক আগেই নিভে গেছে। বাকিগুলোও কতকক্ষনের মধ্যে নিভে যাবে। শুধুমাত্র রাস্তার ল্যাম্পপোস্টগুলোর বাতি অন্ধকারকে তার অস্তিত্ব জানান দেবে। রাতের অতিথীরা তাদের কাজকর্মের জন্য প্রস্তুত হয়ে গেছে হয়ত ইতমধ্যে। ক্ষণে ক্ষণে নাইটগার্ডদের গগণবিদারী হুইসেল সাবধান করে দিচ্ছে যেসব অতিথীদের খারাপ উদ্দেশ্য আছে তাদের। আর জনসাধারনকে বলছে আপনারা নিশ্চিন্তে ঘুমান আমরা জেগে আছি আপনাদেরই জন্য। বিনিময়ে শুধু সামান্য ডাল-ভাতের টাকা দিলেই চলবে। সেই আশায় মাসে মাসে তারা বিভিন্ন ফ্ল্যাটে যান বিশ/ত্রিশ টাকার জন্য কিন্তু সেইখানেও বিপত্তি। কেউ কেউ মাস ঘুরান। কেউ তাদের খোটা দিয়ে থাকেন, ‘ঘোড়ারডিমের ডিউটি করেন? সেইদিন পাশের বাড়িতে চুরি হইল আপনারা কই আছিলেন, টাকা নিবেন একটু হালাল কইরা নিয়েন’।

রাতটা আরও গভীর হচ্ছে। যে দু’একজন পথিকের পদচারনের আওয়াজ পাওয়া যাচ্ছিল তাও বন্ধ হয়ে গিয়েছে। দেহটাও কেমন যেন ধীরে ধীরে অবসন্ন হয়ে আসছে। চোখের পাতা ভারি হয়ে আসছে, এটা হতে পারে পরবর্তী সারাদিনের এনার্জী সঞ্চয় করার তাগিদ নয়তবা পরম প্রভুর সান্নিধ্য লাভের হাতছানি।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File