ইসলাম যে পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা, সৌহার্দপূর্ণ আচরন, পরোপকারের শিক্ষা দেয় তা এই লংমার্চে আবার প্রমানিত হলো।
লিখেছেন লিখেছেন সূর্য রশ্মি ০৭ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৫৬ সকাল
এই সরকারের সাড়ে চার বছরে যেইভাবে ইসলামের প্রতি অপপ্রচার হয়েছে, নাট্য, সিনেমা ব্যাক্তিত্বরা যেইভাবে দাড়িটুপিওয়ালাদের হেনস্থা করেছে তাদেরকে ভিলেন বানিয়ে চলচ্চিত্র, নাটক নির্মান করা হয়েছে মনে মনে শংকিত ছিলাম মানুষে মধ্যে কি ধর্মীপ্রীতি উঠে যাচ্ছে। কিন্তু এ লং-মার্চে সেইটা ভুল প্রমানিত হলো। যারা জীবনেও নামাজ পড়েনাই তারাও নিজেদেরকে লংমার্চের সাথী হয়ে জীবনটা ধন্য করতে চেয়েছিল। যাত্রাবাড়ির আড়তের দোকানদাররা শশা, গাজর, তরমুজের ভান্ডার খুলে দিয়েছিল। আশে পাশের দোকানদাররা বড় বড় পানি, স্যালাইন, শরবতের ড্রাম নিয়ে তৌহিদী জনতার তৃষ্ণা মেটানোর জন্য নিয়োজিত ছিল। সমাবেশস্থলের আশে পাশের আবাসিক বাড়িগুলোর মানুষেরা মুসুল্লীদের অযু করতে যাতে কষ্ট না হয় সেইজন্য দরজা খুলে রেখেছিল। সমাবেশস্থলের মানুষগুলো নিজেদের সাথে করে আনা খাবার অপরিচিত আরেকভাইয়ের সাথে শেয়ার করেছে। ইসলাম যে পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা, সৌহার্দপূর্ণ আচরন, পরোপকারের শিক্ষা দেয় তা এই লংমার্চে আবার প্রমানিত হলো।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন