কন্যার কাছে প্রবাসী বাবার খোলা চিঠি
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:৪৭:০১ রাত
বই পড়ার আনন্দ দ্বিগুন হয়,
যখন এমন একজনের সঙ্গে বসবাস করা যায়,
যে আমার মত একই বই গুলো পড়তে ভালোবাসে।
ছবিতেঃ একমাত্র কন্যা
"কন্যার কাছে প্রবাসী বাবার খোলা চিঠি" লিখেছিলাম প্রবাসে বসে। তখন কন্যা শিক্কা জীবনে প্রবেশ করেনি। এখন ক্লাস টুতে পড়ে বলে চিঠিটি পড়তে পারে। যদিও চিঠির ভাষা বুঝতে আরো সময় লাগবে। বই হাতে পেয়ে কন্যা তো মহা খুশী। পড়ার টেবিলেই বইটি সাজিয়ে রেখেছে। বইটিতে ২৬ প্রবাসীর লেখা আছে। আশাকরি পাঠকদের ভাল লাগবে। লেখকেরা সবাই ব্লগে ও ফেইসবুকে নিয়মিত লিখালিখি করেন।
বই: প্রবাসের গল্প ২
সম্পাদক: শাহাদাত হুসাইন
অবিরাম প্রকাশনী
নবীনগর, ব্রাক্মমবাড়িয়া।
বইটি
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ ঢাকায়
বই ঘর
স্টল নং -৪০৬
পাওয়া যাচ্ছে।
////////////////
বিষয়: বিবিধ
৩৩৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন