অপ্রিয় হলেও সত্য

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ ডিসেম্বর, ২০১৬, ১১:৫০:২৮ রাত

মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তাসবিহ, চেয়ারে জায়নামায, বুক সেলফে সাজানো হরেক রকমের বই, সুগন্ধি মেখে চলাফেরা করা, নরম সুরে কথা বলার মানুষও অনৈসলামিক কাজ করে।

ইসলামের লেবাসধারী এই টাইপের মানুষও মোনাফেক হয়, মিথ্যাবাদি হয়, দুই নম্বরী কাজে জড়িত পড়ে, আমানতের খেয়ানত করে , সুদের কারবার করে টাকা কামাই করে। আমাদের সমাজে এদের সংখ্যাও কম নয়।

আমাদের চার পাশেই এরা ঘাপটি মেরে বসে আছে।

ইসলামকে পুজি করে আজে বাজে কাজ করতে গিয়ে এরা বিপদে পড়ে বেশী। কারণ তারা যা করে জেনে শুনেই করে। আল্লাহ তায়ালাও তাদেরকে দৌড়ের উপর রাখেন।

হে আল্লাহ! ইসলামকে পুজি করে অনৈসলামিক কমর্কান্ড থেকে বিরত থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করিও। আমিন।।

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380711
১৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File