ব্যবসায়ী

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ এপ্রিল, ২০১৬, ০৯:১৮:২৪ সকাল

সেই ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সম্মানের অধিকারী-

যিনি হালাল ব্যবসা করেন।

যিনি পন্য বিক্রয়ে প্রতারণা থেকে দুরে থাকেন।

যিনি বেশী মুনাফা করা থেকে বিরত থাকেন।

যিনি কর্মচারীদের সাথে উত্তম আচরণ করেন।

যিনি কর্মচারীদেরকে নিয়ে নামায পড়েন।

যিনি হালাল ব্যবসা করেন না,

যিনি প্রতারণার আশ্রয় নেন,

যিনি বেশী মুনাফা করেন,

যিনি কর্মচারীদের উপর জুলুম করেন।

যিনি সুদি কারবারী করেন

যিনি বেনামাযী,

তিনিই ক্ষতিগ্রস্থদের অন্তভুক্ত।

তিনিই দুনিয়াতে লাঞ্চনার শিকার হবেন।

তিনিই আখিরাতে কঠিন পরীক্ষায় পড়বেন।

ব্যবসা খুব পবিত্র। ব্যবসা হালাল। ক্রেতা পন্য ক্রয়কালে বিক্রেতার কথায় বিশ্বাস করে পন্য ক্রয় করেন। ক্রেতার বিশ্বাসের মূল্য দিতে হবে। তাই ব্যবসায়ীদের উচিত পবিত্র ব্যবসাকে সবসময় পবিত্র করে রাখা ও হালাল পথে থাকা।

কিন্ত বর্তমান সময়ে ১০০ ভাগ খাটি ব্যবসায়ী কয়জন আছে চিন্তার বিষয়। যে যাকে পারে ঠকাচ্ছে। সবাই রাতারাতি বড় লোক হতে মরিয়া হয়ে উঠেছে। শোকর শব্দটি ব্যবসায়ীদের ডিকশনারীদের নেই বললেই চলে। এমনটি হওয়া মোটেও উচিত নয়। আল্লাহ সবাইকে বুঝার তওফিক দিন। আমিন।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366596
২১ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্যাবসায় মিথ্যা কথা এখন না বললেই নয়!
আমরা তো আপনাকে ছুটি দেইনি, তবুও বিনা ছুটিতে এতদিন ব্লগে অনুপস্থিত ছিলেন কেন, কারণ দর্শান
২১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩০
304119
সিটিজি৪বিডি লিখেছেন : মনে রাখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নিয়মিত হবো।
366611
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ! অন্তত: হলফ করে বলতে পারি আপনাদের উপদেশ আমার কাজে লাগবে..
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৬
304181
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই
366621
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫১
আফরা লিখেছেন : বাংলাদেশে সৎভাবে ব্যবসা করতে চাইলেও করা যায় না । আমার এক আত্বীয় সে খুই সৎ । সে কাপড়ের ব্যবসা করত । এক লোক এসে বলছে আপনি তো খুব ভাল মানুষ সত্য কথা বলেন কাপড়ের দাম কত আপনাকে আমি ১০টাকা লাভ দিব। সে সত্য কথা বলার পর সেই লোক ১০টাকা কম দিয়ে চলে যাচ্ছে তখন সে বলেছে কেন ভাই আপনি না বল্লেন ১০ টাকা লাভ দিবেন ,তখন ঐ লোক বলে ব্যাসায়ীরা কখনো সত্য কথা বলে না ।

বুঝেন ভাইয়া এবার ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৮
304182
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই অসৎ না। কিছু কিছু ভাল মানুষ আছে বলে দুনিয়া ঠিকে আছে।
366657
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৮
304183
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ শাহাদাত ভাই।
366688
২১ এপ্রিল ২০১৬ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন তো অনেকে ব্যবসা মানেই মনে করেন প্রতারনা করা।
২২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৭
304257
সিটিজি৪বিডি লিখেছেন : তারা জগন্য খারাপ লোক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File