অপ্রিয় হলেও সত্য

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ নভেম্বর, ২০১৫, ০২:০৫:৪৫ দুপুর



বিরোধী দলের ডাকা হরতালে সরকারী দলের সমর্থকেরা রাজপথ দখলে রাখে। হরতাল বিরোধী শ্লোগান দেয়। অন্যদিকে হরতাল আহবানকারীরা রাজপথে নামার তো দুরের কথা বাসায় ও থাকতে পারে না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের বিরুদ্ধে কথা বললেই বিপদ নেমে আসে। আগে টিভির টকশোতে বিরোধী দলের নেতারা সরকারের সমালোচনা করলেও এখন কেউ খুব বেশী কথা বলে না। টকশোতেও আজকাল বিরোধী দলের নেতাদেরকে ডাকা হয় না। একটি গনতান্ত্রিক দেশে যে কেউ কথা বলার অধিকার রাখে। কিন্তু কথা বলার সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগের। মাধ্যমগুলো ও বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু কেন? কেন এত ভয়? এভাবে আর কয়দিন চলবে? অবস্থা এমন যে চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, মুখ দিয়ে কিছুই বলতে পারবে না। একটি গানের কথা মনে পড়ছে " ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চাই।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351219
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৫
কুয়েত থেকে লিখেছেন : ওরা আর কোনটা বাকি রাখলো..? দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ার কাছে আজ দারুনভাবে প্রশ্নবিদ্ধ হয়ে দায়সারা জবাব দেয়ার চেষ্টা করেছে। জাতির বিবেক আজ স্তব্দ। অঅপনাকে ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
291614
সিটিজি৪বিডি লিখেছেন : সব কিছুর শেষ আছে।
351241
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছুই তারা দখল করতে চায় কিন্তু যে টা করতে চায়না সেটা হলো কাজ।
২৫ নভেম্বর ২০১৫ রাত ১২:০৪
291613
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে এখন হরিলুট চলছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File