প্রাণ ভিক্ষা?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ নভেম্বর, ২০১৫, ১২:৫২:৪০ রাত

সুন্দর এই পৃথিবীতে বেশী দিন বেচে থাকার জন্য অমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি। কোন কারণে যদি ফাসির মঞ্চে যেতে হয় বা কেউ যদি জোর করে ফাসি দিতে চায় তাহলে নিশ্চিত থাকতে হবে যে মরতেই হবে। তখন কারো কাছে প্রাণ ভিক্ষা চাইলেও কাজ হবে না। একমাত্র সৃস্টিকর্তার অসীম কুদরতে ফাসির মঞ্চ থেকেই ফিরে আসা যায়।

একজন ফাসির আসামী কারো কাছে প্রাণ ভিক্ষা চাইল কি চাইল না একমাত্র আল্লাহ জানেন।

মিথ্যা সংবাদ পরিবেশন করে যারা মানুষকে বিভ্রান্ত করে তাদের শাস্তি স্বয়ং আল্লাহ তায়ালা দিবেন।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351119
২৪ নভেম্বর ২০১৫ রাত ০১:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপপ্রচার অনেক বড় জুলুম আল্লাহ এর বিচার করবেন এবং সত্য একদিন প্রকাশ পাবেই।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
291505
সিটিজি৪বিডি লিখেছেন : অবশ্যই প্রকাশ হবে।
351167
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
291507
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
351181
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২২
চোরাবালি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামীনই সর্বশ্রেষ্ঠ বিচারক। আসে পাশে তাকালেই দেখবেন অনেক অন্যায়কারীর কত কঠোর ভাবে আল্লাহ শাস্তি দিচ্ছেন যা হয়তো তাদের বোঝার ক্ষমতাও নেই।
কারো অঢেল সম্পদ নেই কোন সন্তান, অথবা সন্তান প্রতিবন্ধি অবাধ্য, অথবা মারা যাচ্ছে দূর্ঘটনায়। এগুলি কিন্তু আল্লাহ নিদর্শণ।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
291520
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন।
351222
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৩
কুয়েত থেকে লিখেছেন : এটা অন্যায় কারিদের বুঝার ক্ষমতা নেই আল্লাহই আহকা'মুল হাকিমিন। ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ রাত ১২:০৮
291615
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File