রাজনীতি

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৩৪:২০ রাত

জনপ্রিয় নেতার মৃত্যুর পরে দেশ-বিদেশে জানাযা হবে এটাই স্বাভাবিক। কিন্ত জানাযার নামাজের জন্য কোন মাইকিং নেই। পত্রিকায় বিজ্ঞাপন ও চোখে পড়েনি। তাছাড়া মিডিয়ায় এখবর প্রকাশ করা ও নিষিদ্ধ। চারিদিকে বিভিন্ন বাহিনীর সদস্য অস্ত্র নিয়ে দাড়িয়ে। তারপরেও সকল ভয়কে উপেক্ষা করে প্যারেড মাঠে উপস্থিত হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসলমান। বিশাল এই জনশ্রুত দেখে অবাক হয়েছি।

প্রিয় নেতাকে অন্যায় ভাবে হত্যা করলেই কি একটি দলের কোটি সমর্থকেরা চুপচাপ বসে থাকবে? দলকে নিষিদ্ধ করলেই কি ওরা অন্যদলে যোগদান করবে?

গনতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার আছে। হত্যা করে নয় আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে হয়। আদর্শ দিয়ে জনগনের ভালবাসা আদায় করতে হয়।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350951
২৩ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের ভালবাসা কে আইন দিয়ে প্রতিরোধ করা যায়না।
২৪ নভেম্বর ২০১৫ রাত ১২:৫৩
291453
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর এই পৃথিবীতে বেশী দিন বেচে থাকার জন্য অমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি। কোন কারণে যদি ফাসির মঞ্চে যেতে হয় বা কেউ যদি জোর করে ফাসি দিতে চায় তাহলে নিশ্চিত থাকতে হবে যে মরতেই হবে। তখন কারো কাছে প্রাণ ভিক্ষা চাইলেও কাজ হবে না। একমাত্র সৃস্টিকর্তার অসীম কুদরতে ফাসির মঞ্চ থেকেই ফিরে আসা যায়।

একজন ফাসির আসামী কারো কাছে প্রাণ ভিক্ষা চাইল কি চাইল না একমাত্র আল্লাহ জানেন।

মিথ্যা সংবাদ পরিবেশন করে যারা মানুষকে বিভ্রান্ত করে তাদের শাস্তি স্বয়ং আল্লাহ তায়ালা দিবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File