ফ্রি টিপস-

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ নভেম্বর, ২০১৫, ০৯:২৩:১৭ সকাল

১. যে আল্লাহর পথে চলার চেষ্টা করে আল্লাহর রহমত তার দিকে এগিয়ে আসে। তাকে সঠিক পথ প্রদর্শন করেন এবং পথ চলা সহজ করে দেন।

২. সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।

৩. নিজের কোন অন্যায় অপরাধ হয়ে গেলে তার জন্য অনুতাপ প্রকাশ, কান্নাকাটি করা ঈমানদারের একটি বড় গুণ।

৪. গুনাহ বা পাপ যত মারাত্নকই হোকনা কেন, তা থেকে তাওবা করা সম্ভব।

৫. ঈমানদার ব্যক্তির চরিত্র হল, যখন কোন পাপ করে তখন তা থেকে পবিত্র হতে চায়। অনুতাপ, অনুশোচনা, তাওবা ও শাস্তি গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও রহমতের আশা করে।

৬. আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে, তিনি বান্দার তাওবা কবুল করে থাকেন ও তাওবাকারীকে ভালোবাসেন।

৭. সম্পদ অর্জন করা ভাল, তবে সম্পদ অর্জনটা নেশায় পরিণত হওয়া বা জীবনের একমাত্র লক্ষ্য হওয়া মোটেই ভাল নয়।

৮. সম্পদের আধিক্য মানুষকে ধনী করে না। বরং তার অভাব বা চাহিদা বাড়িয়ে দেয়। মনের দিক দিয়ে যে ধনী, সে-ই প্রকৃত ধনী।

৯. এমন লোকদের ভালোবাসা উচিত যার সাথে হাশর হলে সে ভাগ্যবান বলে বিবেচিত হবে। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আখেরাতে হতভাগা বলে বিবেচিত হবে।

১o. ধর্মীয় জ্ঞান। যারা এ জ্ঞান অন্বেষনে লিপ্ত ফেরেশ্‌তাগন তাদের সম্মান করে থাকেন।

সুত্রঃ

তওবা : কেন ও কিভাবে

======================

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350531
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ। তবুও আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি।
২১ নভেম্বর ২০১৫ রাত ১২:০৪
291004
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
350545
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
মোঃ আবু তাহের লিখেছেন : অনেক ধন্যবাদ বিষয়গুলো শেয়ার করার জন্য।
২১ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
291005
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
350564
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
অনেক ধন্যবাদ।
২১ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
291006
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
350585
২১ নভেম্বর ২০১৫ রাত ১২:১০
ধ্রুব নীল লিখেছেন : অনেক ধন্যবাদ Rose
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
291044
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
350638
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৩
চোরাবালি লিখেছেন : এখন মনে হচ্ছে ফেসবুক বন্ধ থাকায় ভাল। আবার অনেকেই লিখছেন আর পড়ছি আমিও।
২১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
291055
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা। দুবাইতে ফ্রিতে নেটে থাকতাম দেশে এসে নিজের টাকায়।। বুঝতেই পারছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File