মাদ্রাসার হিজাবি ছাত্রী

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ আগস্ট, ২০১৫, ০৬:২৭:৪৩ সকাল

মাদ্রাসায় হিজাব পরা বাধ্যতামুলক ছিল বলে আসা-যাওয়ার পথে কেউ কোন দিন নিলার মুখ দেখেনি। কেউ ডিষ্টাব করার ও সাহস ও পায় নি।

দাখিল পাশ করার পর নিলা আলিম না পড়ে কলেজে পড়ছে। কলেজে পড়ছে বলে নিলা হিজাব পরা ছেড়ে দিয়েছে।

নিলা একদিন কলেজে যাবার পথে তার মাদ্রাসার হুজুরের সাথে দেখা হয়। নিলা গাড়ী থেকে হুজুরকে সালাম দেয়। হুজুর নিলার দিকে না তাকিয়ে চলে যায়। সালামের উত্তর দিয়েছে কি না একমাত্র আল্লাহ তায়ালা জানেন। হয়ত বা নিলার খোলা মুখ দেখে হুজুর খুশী হতে পারেন নি।

যে মেয়েকে হিজাব পরিয়ে মাদ্রাসায় পাঠিয়েছিল সে মেয়েকে এখন হিজাব ছাড়া কলেজে যেতে বাবা-মা কিভাবে পারমিশন দেয়?

আমাদের দেশে স্কুল-কলেজ-ভার্সিটিতে ছেলে-মেয়েরা একসাথে পড়ালেখা করে। যদিও বা বসার জন্য পৃথক ব্যবস্থা আছে। একসাথে পড়ালেখা করে বলে ছেলে-মেয়েদের মধ্য বন্ধুর/প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বাবা-মায়েরা ও জানেনা ঘরের বাইরে সন্তানেরা কি করছে।

মাদ্রাসায় ছেলে-মেয়েরা একত্রে পড়তে পারে না। তাদের জন্য আলাদা প্রতিষ্টান আছে বলে ছেলে-মেয়েরা অবাধে মেলামেশা করতে পারে না। অবাধে মেলামেশা করা থেকে দুরে থাকে বলে মাদ্রাসা পড়ুয়া ছেলে-মেয়েদেরকে নিয়ে বাবা-মাদের কোন রকম টেনশন করতে হয় না। তারপরেও সন্তানদের প্রতি নজর রাখা উচিৎ। যে উদ্দেশ্য নিয়ে সন্তানকে আলেম বানাবেন সে উদ্দেশ্য যেন সফল হ

বিষয়: বিবিধ

১৪৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336797
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৯
কাহাফ লিখেছেন :
ফেবুতেই আপনার এই চমৎকার ভাবনাময়ী পোস্ট টা পড়েছি!
ভাল লেগেছে অনেক!
ফ্যামিলির অভিভাবকরাই অধিকাংশ ক্ষেত্রে দায়ী সন্তানদের গোমরাহি পথে যেতে!
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন,আমিন!
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৩
278555
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
336821
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলে টোটাল পরিবেশ এর প্রভাবই এর কারন। পর্দার গুরুত্ব যতদিন পরিবার থেকে না বুঝবে ততদিন এই সমস্যা বাড়বেই।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
278845
সিটিজি৪বিডি লিখেছেন : গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে।
336822
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
278846
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
336831
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৩
ইবনে হাসেম লিখেছেন : সমাজ বা পরিবারের এসব দ্বিমূখী ব্যাপারগুলো আমাকেও ভিষম ভাবায়। সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আপনার চিন্তাধারার সাথে আমি অনেক ব্যাপারেই মিল দেখতে পাই। তবে বিভিন্ন কারণে সেগুলো সেভাবে প্রকাশের সুযোগ হচ্ছেনা। দোয়া করবেন।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
278847
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
336838
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
নারী লিখেছেন : অনেক ভালো লাগলে
ছেলে একসাথে পড়াশুনা আমিও পছন্দ করিনা।সেখানে কি হয় তা তো জানিই।মাদ্রাসায় যদি নাও পড়ায় তাও যেন গার্লস প্রতিষ্টানে পড়ায়।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
278848
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
336840
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২৪
মিশু লিখেছেন : মহান আল্লাহ আমাদের বুঝার জন্য অন্তরকে খুলে দিন। জাযাকাল্লাহী খাইরান। ভালো ও উন্নত পড়াশুনার নামে আলাদা ছেলে ও মেয়েদের শিক্ষার পরিবেশ বাদ দিয়ে অনেকেই আমরা সহশিক্ষায় ভর্তি করিয়ে দেই সন্তানকে। একবারও কি আমাদের চিন্তা হয় না, মহান আল্লাহর দরবারে জবাবদিহীর কাছে আটকে যেতে পারে আমার জান্নাতের দরজা,কারন এই সন্তানের গুনাহের দরজা খুলে দেয়ার উদ্যোগতো আমি নিয়েছি,আর এই পথে যে অর্থ ব্যয় করেছি তা কোন খাতে আসবে???
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
278849
সিটিজি৪বিডি লিখেছেন : ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারনে সহশিক্ষা চললে।
336885
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৬
নাবিক লিখেছেন : কোন মাদ্রাসার কথা বলছেন? আমার জানা মতে আলিয়া মাদরাসায় ছেলে মেয়েরা একসাথে পড়ে। এবং সেখানেও পর্দার খেলাফ হয়।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
278850
সিটিজি৪বিডি লিখেছেন : অালাদা ব্যবস্থা থাকা দরকার।
336975
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:০৫
আফরা লিখেছেন : আমি একটা মাদ্রাসার কথা শুনেছি সেখানে তো ছেলে মেয়েদের এক সাথেই ক্লাস হয় । অবশ্য ক্লাসের আগে পরে মেয়েরা আলাদা রুমে থাকে ।

আর সেখানে ও ছেলে মেয়ে প্রেম হয় । এটা আমার শুনা কথা সত্য কি না জানি না ।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
278851
সিটিজি৪বিডি লিখেছেন : প্রেম-পিরিতি সব জায়গায় চলছে।
337183
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : সেকুলাস।

জনাব,গল্প লিখা শুরু করেছি। ৪ পর্বে একটা গল্প ইতিমধ্যে শেষ করে আরেক গল্প শরু করেছি। যদি সময় পান তবে পড়ার অনুরোদ থাকলো। কেননা গল্প গুলো দিয়ে বই বের করার ইচ্ছা আছে।
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
278857
সিটিজি৪বিডি লিখেছেন : অবশ্যই পড়ব জনাব,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File