অপ্রিয় হলেও সত্য
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ আগস্ট, ২০১৫, ০৯:০২:১২ সকাল
বউয়ের অভিশাপে-----
সাত বছর আগে প্রবাসী মিলন বিয়ে করেছিল। মাস শেষে বেতনের টাকাটা পরিবারে পাঠিয়ে দিত। প্রতি বছর কিছুটা সময় দেশে এসে পরিবারের সদস্যদের সাথে থাকত। সুখেই চলছিল মিলনের প্রবাস জীবন। যদিও বা দুর প্রবাসে একা থাকত।
এই বছরের মে মাসে কোন এক সমস্যায় পড়ে মিলন দেশে চলে আসে। পরিবারের সদস্যরা তার চলে আসাতে খুশী হয়নি। এমনকি নিজের স্ত্রীও।
দেশে এসে বেকার বসে আছে বলে স্ত্রীর টেনশনের শেষ নেই। মিলন ও অপেক্ষায় আছে কিছু একটা করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে। কিন্ত হাসি ফোটাতে এত সময় লাগে কেন? বুঝে না কেউ। বুঝেনা স্ত্রীও।
বিগত দিনে মিলনের পাঠানো টাকায় স্ত্রীর কোন অভিযোগ ছিল না। তখন প্রবাসী স্বামীর সাথে আদরের সুরেই কথা বলত। সে সময় প্রবাসী নামক টাকার মেশিনটার অনেক কদর ছিল। আর এখন প্রতিদিন অভিশাপের বানী শুনতে হয়। কারণ মিলন আগের মত আর টাকা দিতে পারে না।
মিলনের এই দুঃসময়ে যার বেশী সাহস ও সহানুভুতি পাবার কথা সেই স্ত্রী ও যদি এমন আচরণ করে তাহলে মিলন যাবে কোথায়?
প্রবাসীর স্ত্রীরা আরাম-আয়েশে জীবন যাপন করলেও স্বামীর প্রতি তাদের বিন্দুমাত্র দরদ নেই। বিপদে পড়ে দেশে আসলেই প্রবাসী মিলনদেরকে চরম হতাশায় পড়তে হয়।
(কয়েক বছর আগেও প্রতিমাসে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে প্রবাসে ছুটে যেত। আর এখন প্রতিমাসে হাজারও প্রবাসী দেশে আসতে বাধ্য হচ্ছে। এর জন্য দায়ী আমাদের পরাষ্টমন্ত্রনালয়। দায়ী বর্তমান সরকার। সরকারের সাথে মধ্যপ্রাচ্য দেশগুলোর কোন ভাল সম্পর্ক নেই।
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি একজনকে জানি যিনি গত আটবছর ধরে প্রতিবারই ছুটিতে যাবার সময় বলেন, "আর ফিরবোনা"!
কিন্তু ফিরে আসতে বাধ্য হন! অথচ তাঁর বয়স ও স্বাস্থ্য এখন শুধু বিশ্রাম ও সেবার মুখাপেক্ষী!!
মন্তব্য করতে লগইন করুন