জিহবাই মুক্তি ও শাস্তির কারণঃ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ আগস্ট, ২০১৫, ১১:১৬:০০ সকাল
জিহবাই মুক্তি ও শাস্তির কারণঃ
তোমরা যা করছো আমি তা এখানে সেভাবেই লিখে রাখছি। সূরা জাসিয়াহ-২৯
আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি। সূরা আম্বিয়া-৯৪
বান্দাহ একটি বাক্য উচ্চারণ করে কিন্তু এতে সাবধানতা অবলম্বন করে না, ফলে সে পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দুরত্বের সমান পথ জাহান্নামের দিকে অগ্রসর হয়। বুখারী-৬৪৭৮
সুতারাং চিন্তা করা প্রয়োজন, আমরা দিন রাতে কত সংখ্যক অশোভনীয় কথা বলে জাহান্নামের কত কাছাকাছি পৌঁছে যাচ্ছি।
(সূত্রঃজান্নাত লাভের সহজ আমল-৬৮)
আমাদের উচিৎ সকলের সাথে ভাল ব্যবহার করা। খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। রাগকে নিয়ন্ত্রণ করা। জাহান্নাম থেকে দুরে থাকার জন্য সর্বাত্মক চেস্টা করা। বেশী বেশী সৎকর্ম করে জান্নাত লাভের চেস্টা করা।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল, আল্লাহ তায়ালা আমাদের সকলকে মুখ সংযত রাখার তৌফিক দান করুন...।
আমাদের উচিৎ সকলের সাথে ভাল ব্যবহার করা। খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। রাগকে নিয়ন্ত্রণ করা। জাহান্নাম থেকে দুরে থাকার জন্য সর্বাত্মক চেস্টা করা। বেশী বেশী সৎকর্ম করে জান্নাত লাভের চেস্টা করা।
কিন্তু আমরা খুব কম লোকই এটা করতে পারি। তবে চেষ্টার ত্রুটি না করাই উচিৎ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন