বেপর্দা নারী

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১২ মে, ২০১৫, ০৪:১৬:৩৪ রাত

বেপর্দার কারণে নারী হয় সস্তা সামগ্রী। যার বাস্তব প্রমাণ হলো বর্তমান প্রচার মাধ্যম"। 

কথাটা ১০০ ভাগ ঠিক। আমাদের দেশের আধুনিক মুসলিম পরিবারের মেয়েরা এখন ঘরের বাইরে বেপর্দা ঘুরে বেড়াতে বেশী পছন্দ করে। বয়ফেন্ডকে বাসায় নিয়ে আসলেও তাদের মা-বাবা কিছুই বলে না। বিভিন্ন প্রতিযোগিতায় খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করলে ও তাদের মা-বাবা আরো উৎসাহ দেয়। 

তাদের মা-বাবা মনে করে মেয়ে ঘরে বসে থাকবে কেন? মেয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে সমাজ সেবা করুক। বিশ্ব দরবারে পরিচিতি লাভ করুক। দেশ-বিদেশ ঘুরে বেড়িয়ে বিশ্ব জয় করুক।

বাস্তবে আমরা কি দেখি? এক শ্রেণীর প্রচার মাধ্যম/ এক শ্র্রেণীর দুস্ট পুরুষ সস্তা পণ্য হিসেবে বিভিন্ন এ্যাডে, সংবাদ পাঠে, নাটকে, সিনেমায়, নাচে-গানে অশ্নীল পোশাকে নারীকে উপস্থাপন করে। নারীরাও টাকার লোভে ও রাতারাতি খ্যাতি অর্জনের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়। 

এই নারীদের কারনে মুসলিম নারী সমাজ আজ কলন্কিত। গুটিকয়েক নস্টা নারীর কর্মকান্ডে সারা মুসলিম নারী জাতি আজ লজ্জিত। 

নারীকেই নারীর ইজ্জত রক্কা করতে হবে। মা-বাবার উৎসাহ পেয়েই মেয়েরা প্রচার মাধ্যমের সস্তা পণ্য সামগ্রী হয়। মা-বাবা এই কাজে বাধা দিলে কোন মেয়ের পক্কে সম্ভব নয় যে মা-বাবার আদেশ অমান্য করা। মা-বাবার উচিৎ তাদের মেয়ে যাতে প্রচার মাধ্যমের সস্তা পণ্য না হয় সেদিকে খেয়াল রাখা।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319507
১২ মে ২০১৫ সকাল ০৭:১৪
নীলাঞ্জনা লিখেছেন : পুরুষ মাহরামের লেজ ধরে নারীর চলাফেরা সীমিত করে দিলেই লেটা চুকে যায়। কি বলেন??
319516
১২ মে ২০১৫ সকাল ০৮:২০
শেখের পোলা লিখেছেন : নীলাঞ্জনারা মা বাবার বাধা মনে না৷ তারা এখন স্বাধীন৷
319527
১২ মে ২০১৫ সকাল ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই চিন্তা করার মত বুদ্ধি তো এখনকার নারিদের নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File