স্বামী স্ত্রীর ফোনালাপ
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ এপ্রিল, ২০১৫, ০৫:২৭:৪৩ বিকাল
স্বামী-স্ত্রীর ফোনালাপঃ
স্বামীঃ তুমি কি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়?
স্ত্রীঃ সব সময় পড়তে পারি না। কাযা পড়তে হয়।
সন্তানদের সেবা ও সাংসারিক কাজ করতে করতে
ক্লান্ত হয়ে পড়ি। তাই পড়তে পারি না।
স্বামীঃ কাজের কথা বলে তুমি নামায পড় না। তা
কি ঠিক হচ্ছে?
স্ত্রীঃ আল্লাহকে আমি জবাব দিব। তোমাকে
উপদেশ দিতে হবে না। আল্লাহ আমার কস্ট দেখছে।
স্বামীঃ দেখ, তোমার কস্টগুলো সার্থক হবে যদি
তুমি নিয়মিত নামায পড়। তাছাড়া নামায তো মাফ
নাই।
স্ত্রীঃ (রাগ করে) অন্য বিষয় নিয়ে কথা বলতে পার
না? বেশী হুজুরগিরি করবে না।
স্বামীঃ আমি প্রতিদিন নামায পড়ে তোমার জন্য
দোয়া করি। যাতে করে আমরা দুজন পরিবারের
সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারি। তোমাকে
নামায পড়তে বলা আমার দায়িত্ব। না পড়লে আমার
করার কিছু নাই। আমার উপর রাগ করে লাভ নেই।
( আমাদের দেশের স্ত্রীরা সন্তান লালন পালন ও
সংসারের কাজের দোহায় দিয়ে ঠিকমত নামায পড়ে
না। আমরা যারা নিয়মিত নামায পড়ি আমাদের
উচিত স্ত্রীদের নামাযের ব্যপারে খোজ খবর রাখা।
শুধু নিজে নামায পড়ে জান্নাতে যাবার স্বপ্ন
দেখলে চলবে না। পরিবারের সবাইকে নিয়ে
জান্নাতে যাবার স্বপ্ন দেখতে হবে st Pubs
বিষয়: বিবিধ
৩০৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন