আদর্শবান মা
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ এপ্রিল, ২০১৫, ০৪:৪২:৫৮ রাত
আদর্শবান মায়ের সন্তান আদর্শবান হবে। কিন্তু
আমাদের মুসলিম পরিবারে আদর্শবান মায়ের বড়
অভাব।
আজকাল বেশীর ভাগ মায়েরা
সন্তানদেরকে নিয়ে হিন্দী সিরিয়াল দেখে,
বেপর্দা ঘরের বাইরে ঘুরে বেড়ায়,
পর পুরুষের সাথে নরম সুরে কথা বলে,
স্বামীকে নিয়ে আলাদা বসবাস করতে চায়,
স্বামীকে হারামের পথে উপার্জন করতে উৎসাহ দেয়,
শাশুর বাড়ীর লোকজনের সাথে সুসম্পর্ক রাখতে
পারে না,
সন্তানদেরকে সঠিক শিক্কা দিতে পারে না,
ধর্মীয় শিক্কা থেকে দুরে থাকে।
মনে জাহান্নামের ভয় নেই।
একমাত্র আদর্শবান মায়েরা ধৈর্যসহকারে সংসার
পরিচালনা করে, সন্তানদেরকে সঠিক পথে চলতে
বাধ্য করে, স্বামীকে হালাল ইনকাম করতে উৎসাহ
দেয়, বেপর্দা চলাফেরা করে না, পরপুরুষের সাথে নরম
সুরে কথা বলে না, স্বামীকে কস্ট দেয় না, শাশুর
বাড়ীর সবার সাথে মিলেমিশে বসবাস করে,
নিয়মিত নামায পড়ে, রোযা রাখে, কোরআন ও
হাদিস তেলোয়াত করে, যারা আদর্শবান মা তাদের
সংসারে কোন অশান্তি নেই, তারা দুনিয়াতে সুখী,
আখেরাতেও তারা জান্নাতী।
হে আল্লাহ! আমাদের সকলের মা জননীকে আদর্শবান
ও ধৈর্যশীল বানিয়ে দাও। আদর্শবান মায়ের
আদর্শবান সন্তানেরা একদিন আমাদের দেশে আল-
কোরআনের শাসন প্রতিস্টিত করবে।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন