নিন্দা জানাই।।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ এপ্রিল, ২০১৫, ০৫:২৩:৩১ সকাল
১৪ এপ্রিলের টিএসসির ঘটনায় আমি খুব মর্মাহত।
নিন্দা জানানোর ভাষা জানা নেই। যারা এই কাজটি করেছে তারা
মানুষরুপি জানোয়ার। কোন সুস্থ মানুষ এমন জগন্য কাজ
করতে পারে না।
আমাদের দেশের সরকার এই ঘটনার সাথে জড়িত
অপরাধীদেরকে গ্রেফতার না করে তাদেরকে রক্কা
করার চেস্টা করছে। ইতি মধ্য সোশাল মিডিয়ায়
তাদের ছবি প্রকাশ করা হয়েছে। কারা ঘটিয়েছে
কেন ঘটিয়েছে প্রকৃত দোষীদেরকে গ্রেফতার
করে
রিমান্ডে নিলে সব ফাঁস হবে। তবে সরকার এই
কাজটি করবে বলে মনে হয় না।
আর যারা নির্যাতিত
বোনটির বিবস্ত্র ছবিটি শেয়ার করছেন দয়া করে এই
কাজটি করা থেকে বিরত থাকুন। কারণ ইসলাম এই কাজটিও সমর্থন
করে না।
ইসলাম নারীদেরকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে
যেতে নিষেধ করেছে। একান্ত প্রয়োজনে ঘরের
বাইরে যেতে চাইলে পর্দাসহকারে বের হওয়ার জন্য
নির্দেশ দেয়া হয়েছে। ইসলামী পোশাকে নারীরা
অধিক নিরাপদ।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, যে বোনগুলো সে
দিন নির্যাতনের শীকার হয়েছে কারো পর্দা ছিল না। আর
কোন পর্দানশীল নারী হাজারো পুরুষের ভীড়ে যাওয়ার
সাহস পাবে না।
অনেক বোন এই ঘটনায় ঘৃনা প্রকাশ করতে গিয়ে ভিডিও
ম্যাসেজ দিয়ে যাচ্ছেন। সবাই পুরুষদেরকে পর্দা করতে
বলছেন। নারীদের দিকে তাকাতে নিষেধ করছেন।
আরো কত কি।
আমি তাদেরকে বলতে চাই, নারী যদি
শালীন পোশাকে পর্দাসহকারে চলাফেরা করে তাহলে
কোন পুরুষ তাদেরকে ডিস্টাব করবে না।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপস্হপনার সাথে সহমত আমিও!
মানুষরুপী জানোয়ারদের কর্ম এগুলো!
সাথে সাথে জানোয়ারত্ব জাগিয়ে তোলায় ঐ সব অর্বাচীনাদের প্রতিও ধিক জানাই!
"উন্মুক্ত স্হানে খোলা মাংশে কুকুর মুখ দেবেই!"
মন্তব্য করতে লগইন করুন