টেপরেকর্ডার ও whatsapp

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ এপ্রিল, ২০১৫, ১১:১০:৪২ সকাল



প্রবাসের ডায়েরী-৪/৪/২০১৫ ইং

--------------------------------------------

বাংলাদেশে মোবাইল আসার আগে প্রবাসী ও

প্রবাসী পরিবারের সদ্স্যরা

চিঠি লিখে অথবা ক্যাসেটে কথা বলে খবরাখবর

অাদান প্রদান করত। অনেকে কোন জরুরী প্রয়োজনে

টিএন্ডটিতে গিয়ে প্রবাসীর সাথে টেলিফোনে

কথা বলত।

সেই সময় প্রবাসীর সাথে তাদের পরিবারের

যোগাযোগটা খুব

কস্টসাধ্য ছিল। তখন প্রতিটি বাড়ীতে হাতেগোনা

কিছু মানুষ প্রবাসে ছিল। প্রবাসীরা বিদেশ থেকে

আসলে অথবা কেউ বিদেশে গেলে প্রতিবেশীদের

চিঠি ও ক্যাসেটে নিয়ে যেত। মনে হতো তারা

একেকজন পোস্টম্যান।

মোবাইল আসার পর কেউ আর চিঠি দেয় না।

ক্যাসেটে কথা বলে পাঠায় না। এখন কল রেট সস্তা

হওয়ায় অনেকে প্রতিদিন কথা বলে নিজেদের সুখ-

দুঃখ

শেয়ার করে। অনেকে ফেইসবুকে ছবি আদান-প্রদান

করে থাকে। অনেকে আবার ভিডিও কল করে থাকে।

সর্বশেষ যে প্রযুক্তি বের হয়েছে তা হচ্ছে

whatsapp..

whatsapp এর মাধ্যমে খুব সহজে চ্যাট করা, ছবি তুলে

পাঠানো ও কথা আদান-প্রদান করা যায়।

প্রবাসী ও প্রবাসীর পরিবারে যাদের মোবাইলে

whatsapp আছে তারা খুব আনন্দে আছে। যাদের

মোবাইলে whatsapp নাই তারা আনন্দ থেকে অনেক

দুরে আছে।

অপ্রিয় হলে ও সত্য যে, অনেকের সাথে whatsapp এ

ছবি ও কথা আদান করলেও নিজ পরিবারের সদস্যদের

সাথে এখনো মোবাইলেই কথা বলতে হয়। সবাইকে

পুত্র-

কন্যার ছবি পাঠানোর জন্য বারবার অনুরোধ করতে

হয়। কিন্ত সবাই যে ব্যস্ত।

পরিবারের সদস্যদেরকে সুখে-শান্তিতে রাখার

জন্য আমরা বছরের পর বছর প্রবাসে কাটিয়ে

দিচ্ছি। প্রবাসে কত কস্ট করেই না আমাদেরকে

থাকতে হয়। বিনিময়ে আমরা পরিবার থেকে কি

পাই? তাদের কি কোন দায়িত্ব নেই?

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312839
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মানুষ নিজে কষ্টের মুখোমুখি না হলে অন্যের কষ্টটা বুঝতে পারেনা বা বোঝার চেষ্টা করেনা এটাই হিউম্যান ন্যাচার। আপনাদের কষ্টের মুহূর্তগুলোর ছবি, ভিডিও ইত্যাদি রেকর্ড করে পরিবারের সদস্যদের কাছে তুলে ধরুন তাহলে হয়ত তারা কিছুটা হলেও আপনাদের কষ্টের ব্যাপারগুলো বুঝতে পারবে।
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪২
253859
সিটিজি৪বিডি লিখেছেন : এই প্রান্তে নেটওয়ার্ক থাকলে ও অপর প্রান্তে নাই।
312841
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫০
আবু জান্নাত লিখেছেন :
তাদের কি কোন দায়িত্ব নেই?

আপনার ছেলে মেয়ে লালন পালন, মা বাবার দেখাশুনা, হাসমুরগী গরুছাগল লালন পালন, জায়গা জমি, ধান শষ্য, পুকুর বাগান ইত্যাদি পরিচর্যা করার পরও কি তাদের দায়িত্য শেষ হবে না? আর কি চান তাদের কাছে? ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪১
253858
সিটিজি৪বিডি লিখেছেন : যে কাজগুলো আপনি তুলে ধরেছেন। এই কাজগুলো কয়জন করে?
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১১
253881
আবু জান্নাত লিখেছেন : গ্রামের ৮০% ফ্যামিলিই করেন।
312844
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কষ্টদায়ক লেখা। Sad
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৩
253860
সিটিজি৪বিডি লিখেছেন : কয়জন বুঝে প্রবাসীর কস্ট
312848
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
অপ্রিয় হলে ও সত্য যে, অনেকের সাথে whatsapp এ

ছবি ও কথা আদান করলেও নিজ পরিবারের সদস্যদের

সাথে এখনো মোবাইলেই কথা বলতে হয়।


মোবাইলে কথা বলে অথবা চিঠি আদান প্রদাণে যে মজা পাওয়া যেতো, ফেসবুক চ্যাটিং, হটসআপে সে মজা পাওয়া যায় না। বিজ্ঞানের অগ্রগতি দিয়েছে বেগ, কিন্তু নিয়ে যাচ্ছি আবেগ!!!

০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৩
253861
সিটিজি৪বিডি লিখেছেন : আবেগের কোন দাম নাই।
312878
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
০৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
253967
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
০৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
253968
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Smug
০৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
253969
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Smug
312911
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীরা হেসে হেসে বলে অনেক ভালো আছি
১৯ জুন ২০১৫ রাত ১১:৫২
269094
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
313326
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:১৩
আশাবাদী যুবক লিখেছেন : প্রযুক্তি দিয়েছে বেগ
নিয়ে গেছে আবেগ৷


আগের মত পরিবারের সদস্যদের মাঝে আর এতটা আবেগ কাজ করে ন ৷
১৯ জুন ২০১৫ রাত ১১:৫৩
269095
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File