কেমন আছে প্রবাসীরা?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ এপ্রিল, ২০১৫, ১২:২০:৪২ দুপুর
প্রবাসের ডায়েরী-(৩/৪/২০১৫ ইংরেজী)
-----------------------------------------------------
মুজিব দেড় বছর আগে চার লক্ক টাকা খরচ করে
কাতারে আসে। বাইরে কাজ করার সুগোয দিবে বলে
তার ভিসাদাতার সাথে মৌখিক চুক্তি হয়। মুজিব
কাতারে এসে তার ভিসাদাতার আসলরূপ দেখতে
পায়। বাইরে কাজ করার সুগোয না দিয়ে ভিসাদাতা
তার নিজ প্রতিস্টানে ইচ্ছেমত মুজিবকে ব্যবহার
করে। বিনিময়ে বাংলার ২৫০০০ টাকা ধরিয়ে দিত।
মুজিব ভিসাদাতার অত্যাচারে অতিস্ট হয়ে কিছুদিন
আগে অন্যত্র কাজ করতে চলে যায়। অনেক কস্টে একটি
ভাল কাজের সন্ধান পেলেও ভিসাদাতার
অসহযোগিতার কারণে মুজিবের কপালে কাজটি
জুটেনি। কারণ কাতারে ফ্রী ভিসায় এসে ভাল
প্রতিস্টানে কাজ করতে চাইলে ভিসাদাতার পক্ক
থেকে একটি লেটার দেখাতে হয়।
একটি লেটারের অভাবে মুজিব ভাল কাজ না পেয়ে
এখন ডেইলী লেবার হিসেবে কাজ করছে।
হতাশাগ্রস্ত যুবক মুজিবের দুচোখে এখন শুধুই অন্ধকার।
এই রকম হাজারো মুজিব এই দুরপ্রবাসে ভিসাদাতার
খেলনার পুতুল হয়ে আছে। প্রতিবাদ করলেই দেশে
পাঠিয়ে দেবার হুমকি। আরো কত কি শুনতে হয়
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন