কেমন আছে প্রবাসীরা?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ এপ্রিল, ২০১৫, ১২:২০:৪২ দুপুর

প্রবাসের ডায়েরী-(৩/৪/২০১৫ ইংরেজী)

-----------------------------------------------------

মুজিব দেড় বছর আগে চার লক্ক টাকা খরচ করে

কাতারে আসে। বাইরে কাজ করার সুগোয দিবে বলে

তার ভিসাদাতার সাথে মৌখিক চুক্তি হয়। মুজিব

কাতারে এসে তার ভিসাদাতার আসলরূপ দেখতে

পায়। বাইরে কাজ করার সুগোয না দিয়ে ভিসাদাতা

তার নিজ প্রতিস্টানে ইচ্ছেমত মুজিবকে ব্যবহার

করে। বিনিময়ে বাংলার ২৫০০০ টাকা ধরিয়ে দিত।

মুজিব ভিসাদাতার অত্যাচারে অতিস্ট হয়ে কিছুদিন

আগে অন্যত্র কাজ করতে চলে যায়। অনেক কস্টে একটি

ভাল কাজের সন্ধান পেলেও ভিসাদাতার

অসহযোগিতার কারণে মুজিবের কপালে কাজটি

জুটেনি। কারণ কাতারে ফ্রী ভিসায় এসে ভাল

প্রতিস্টানে কাজ করতে চাইলে ভিসাদাতার পক্ক

থেকে একটি লেটার দেখাতে হয়।

একটি লেটারের অভাবে মুজিব ভাল কাজ না পেয়ে

এখন ডেইলী লেবার হিসেবে কাজ করছে।

হতাশাগ্রস্ত যুবক মুজিবের দুচোখে এখন শুধুই অন্ধকার।

এই রকম হাজারো মুজিব এই দুরপ্রবাসে ভিসাদাতার

খেলনার পুতুল হয়ে আছে। প্রতিবাদ করলেই দেশে

পাঠিয়ে দেবার হুমকি। আরো কত কি শুনতে হয়

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312648
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি মন্তব্য করবো? ভাষা ভুলে গেছি........।
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৭
253671
সিটিজি৪বিডি লিখেছেন : আপু, ছেলেটার জন্য খুব খারাপ লাগছে।
312675
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের দেশেই আমরা অত্যাচারিত। বাইরের কথা শুনার সময় কই।
312701
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
শেখের পোলা লিখেছেন : ঐ ভিসা দাতা নিশ্চয়ই সোনার দেশের সন্তান?
312721
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীরা অনেক ভালো আছে এমনটা সবার মুখে মুখে শুনার অপেক্ষায়
312753
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরো সাজিয়ে লিখতে পারতেন, শুধু ঘটনার বিবরণে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা কঠিন।
312793
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Star Thumbs Up Wave Kiss প্রবাসীরা প্রতিনিয়ত বেদনার শিকলে বন্ধনী থাকে...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File