প্রবাসের ডায়েরী
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ এপ্রিল, ২০১৫, ০৬:০৪:০০ সন্ধ্যা
প্রপ্রবাসের ডায়েরী-(০২.০৪.২০১৫ ইংরেজী)
প্রবাসীর পরিবারের কাউকে যদি প্রশ্ন করা হয়
"আপনার ছেলে/স্বামী/ভাই প্রবাসে কি করে?"
উত্তরে তারা বলবে" বিদেশে কি কাজ করে তা তো
জানি না।" হয়তবা তারা বলবে "বিদেশী
কোম্পানীতে কাজ করে।"
অপ্রিয় হলেও সত্য যে, প্রবাসী পরিবারের বেশীর
ভাগ সদস্য প্রবাসীটি কি কাজ করে জানে না বা
তারা জানতেও চায় না। তারা মনে করে প্রবাস
মানে বিদেশ, বিদেশ মানে টাকা আর টাকা। কেউ
টাকা একটু কম পাঠালে সবাই সন্দেহ করে। মনে করে
প্রবাসীটি টাকা না পাঠিয়ে জমা করছে। অথবা
শাশুর বাড়ীতে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু কেউ জানতে
চায় না যে প্রবাসীটি কত টাকা বেতন পায়, কোথায়
থাকে, কিভাবে থাকে, কি খায়, কি কাজ করে, সে
কি হালাল ইনকাম করে নাকি হারাম ইনকাম করে
ইত্যাদি।
পাঠক! আপনি যদি প্রবাসী পরিবারের সদস্য হয়ে
থাকেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেস্টা
করুন।
কাতারে আসার পাঁচ মাস পর করিম ভাইয়ের স্ত্রী
নাকি একদিন তাকে প্রশ্ন করে "তুমি ওখানে কি কাজ
কর?
পাঠক! বুঝুন এবার, প্রবাসীরা নিজ পরিবারে কতটা
অবহেলিত
পাঠক! আপনারা হয়ত জানেন না যে, প্রতিদিন
বিভিন্ন ফ্লাইটে ৮/১০ জন প্রবাসীর লাশ দেশে
যায়। তাদের বেশীর ভাগ মৃত্যুর কারণ হঠাৎ মৃত্যু।
এটাই প্রচার করা হয়।
হঠাৎ মৃত্যু বলে প্রচার করলেও মৃত্যুর রহস্যটা একমাত্র
তাদের পরিবারের সদস্যাই জানে। এই মৃত্যুর জন্য
পরিবার ও দায়ী নয়কি?
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকা পাইলেই হইসে!
মৃত্যুর কারণ হঠাৎ মৃত্যু। এটাই প্রচার করা হয়।
হঠাৎ মৃত্যু বলে প্রচার করলেও মৃত্যুর রহস্যটা একমাত্র তাদের
পরিবারের সদস্যাই জানে। তারা কিছুটা দায়ীও বটে।
তবে মৃত্যুর নহস্যটা কি ? ঝুকি নিয়ে কাজ করা ?
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন