ইসলামের বিরুদ্ধে লিখালিখি করলে আল্লাহ তায়ালা ও নাখোশ হন।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ মার্চ, ২০১৫, ০৫:১৮:২০ বিকাল

ইন্টারনেট আসার আগে সবাই ডায়েরীতে বিভিন্ন

ঘটনা লিখে রাখত। ইন্টারনেট আসার পরে ডায়েরীর

পরিবর্তে সবাই ফেইসবুক, ব্লগে লিখালিখি শুরু করে।

ব্লগ অর্থ দিনলিপি। ঠিক ডায়েরীর মত। যারা ব্লগে

লিখেন তাদেরকে ব্লগার বলা হয়। ব্লগে বিভিন্ন

বিষয়ে লিখা যায়। কোন বাধা নেই। তবে যারা ধর্ম

মানেনা তারা ধর্মের বিরুদ্ধে লিখালিখি করে

বিতর্কিত হয়। তারাই এক সময় আক্রান্ত হয়। হয়তবা

তাদের লেখনির মাধ্যমে স্বয়ং আল্লাহ ও নাখোশ

হন।

২০০৮ সালে দুবাইতে বয়সে জুনিয়র এক ব্লগারের

সাথে দেখা হয়। সে কবিতা লিখত। আমার লিখার

নাকি ভক্ত ছিল। আলোচনার এক পর্যায়ে সে

নিজেকে নাস্তিক বলে স্বীকার করে। এই কথা শুনে

তার সাথে আর কোন দিন কথা বলিনি। কারণ একজন

নাস্তিকের সাথে কখনও বন্ধুত্ব হতে পারে না।

নাস্তিকদের বিভিন্ন ব্লগ সাইটে ভুলেও প্রবেশ করি

না। কারণ ইসলাম বিদ্বেসী লিখাগুলো পড়লে যে

কারো মন খারাপ হবে। আল্লাহ! আমাদেরকে

নাস্তিকদের থেকে দুরে রাখুক। আমিন।।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311840
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমিন সুম্মা আমিন
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৯
252888
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
311849
৩০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
অনেক পথ বাকি লিখেছেন : আল্লাহ! আমাদেরকে নাস্তিকদের থেকে দুরে রাখুক। আমিন।।
311853
৩০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হোক মন খারাপ, তবু তাদের সাইটে যাওয়া উচিত! আপনি একা বাঁচলে তো হবে না, আল্লাহ্‌ প্রদত্ত দায়িত্ব থেকেও মুক্তি পেয়ে যাচ্ছেন না! কেননা আপনি তাদের সাইটে না গেলেও অসংখ্য মানুষ তাদের লিখা পড়ে তাদের মিথ্যা মতাদর্শে দীক্ষিত হয়ে যাচ্ছে, এমন সব কম জানা লোক কে আপনার জানানো উচিত নাস্তিক রা তাদের ভুল বুঝাচ্ছে, আপনি যদি তাদের লিখা নাই পড়েন, কেমন বুঝাবেন তারা ইসলামের বিরুদ্ধে বলছে?

প্রয়োজনে তাদের লিখার চুম্বক অংশ কোট করে আপনার লিখায় সেগুলো ভুল প্রমাণিত করে মানুষ কে প্রকৃত সত্যটা জানাবেন।

ছোট মানুষ,
311858
৩০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এক উগ্রপন্থা জন্ম দেয় আরেক উগ্রপন্থকে। কেউ নাস্তিক হলে অথ্যাৎ ধর্ম পালন না করলে আমার সমস্যা হয়। কারন ধর্ম একান্ত ব্যাক্তি গত বিষয়। কিন্তু যখন আমার ধর্ম বিশ্বাস নিয়ে কুৎসা রটাবে তখনই সমস্যা হয়।
311892
৩০ মার্চ ২০১৫ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাস্তিক রা নাস্তিকতা প্রচার করতে পারে। কিন্তু তারা নাস্তিকতা প্রচার না করে যা করে তা হলো ধর্ম বিদ্বেষিতা।
311909
৩০ মার্চ ২০১৫ রাত ১০:৪২
পললব লিখেছেন : একপমাত্র ইসলাম ধর্ম বাদে অন্যান্য ধর্মে নাস্তিকপদের ব্যাপারে তেমন কোন সুস্পস্ট বলা নেই। তাইতো নাস্তিকতা প্রমাণ করতে হলে অবশ্যই ইসলামকেই আঘাত করতে হবে এটাই তাদের একমাত্র পন্থা। তাইতো ইসলাম ধর্ম এত মহিমান্বিত এবং প্রতিষ্ঠিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File