২০০৮ সালে ব্লগিং শুরু করেছিলাম
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৯ মার্চ, ২০১৫, ০২:৩৭:০৪ রাত
২০০৮ সালের আগে ব্লগ ও ব্লগার শ্ব্দটি কি জানতাম
না। সেই সময় দুবাইতে অনলাইনে প্রথম আলো
পড়তাম। একদিন সামইন ব্লগের নাম দেখে তাদের
সাইটে ভিজিট করে নিজেও ব্লগারের খাতায় নাম
লিখেছিলাম। সেই থেকে শুরু। নন স্টপ চলছে। শত
ব্যস্ততার মধ্যও ব্লগে চোখ রাখি। প্রিয় ব্লগারদের
লিখা পড়ি।
দীর্ঘ আট বছরে বিভিন্ন ব্লগে লিখালিখির মাধ্যমে
দেশ বিদেশে অনেকের সাথে সখ্যতা গড়ে উঠে।
আমাদের এই বন্ধন আজীবন থাকবে। যেখানে যাই
প্রিয় ব্লগারদের ভালবাসায় সিক্ত হই। যদিও বা
মানসম্মত লিখা উপহার দিতে পারি না। তারপরেও
সবাই ক্কমা সুন্দর দৃস্টিতে দেখে।
সাত মাস আগে
কাতারে এসে প্রিয় ব্লগার ভাইদের সাথে
যোগাযোগ হয়। বিভিন্ন প্রোগ্রাম হলে আমরা সবাই
অংশ গ্রহন করি। প্রবাসে বেশীর ভাগ সময় মন খারাপ
থাকলে ও উনাদের সাথে দেখা হলে/কথা হলেই মনটা
কিছু সময়ের জন্য ভাল হয়ে যায়।
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবার জন্য
প্রার্থনা করি। আমাদের এই সুন্দর পথ চলা যেন থেমে
না যায়। আমরা যা কিছু করি মানুষের কল্যাণ ও
সওয়াবের আশায় করি।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুকরিয়া!
সরি ভাইয়া দুষ্টামি করলাম > পুরানো চাল ভাতে বাড়ে , পুরানো মানুষের জীবন সম্পর্কে জানে বেশি,দেখেছে অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশী ।
ভাইয়া আপনার জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে বেশী বেশী পোষ্ট দেন যাতে আমারা বেশী বেশী শিখতে ও জানতে পারি ।
আল্লাহ আপনাকে নেক হ্যায়াত দান করুন বেশী বেশী সৎ আমল করার ও বেশী বেশী ব্লগ লেখার সময় ও সুযোক দান করুন । আমীন।
হে আল্লাহ! আমাদের প্রিয় ব্লগার পারভীন আপাকে সুস্থতা দান করুন ।আমীন ।
শাহীন ভাই
মন্তব্য করতে লগইন করুন