প্রবাসের ডায়েরী

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ মার্চ, ২০১৫, ০৩:২২:২৭ রাত



প্রবাসী বাবাদের মন খারাপঃ

প্রবাসী বাবারা ডিউটি থেকে বাসায় এসে সবাই

আমার মত ফেইসবুক/ব্লগে সময় ব্যয় করেন। বাকপ্রবাস

ভাই, মিয়াজী ভাই, সাইফুল ভাই, নজরুল ভাই,

জিয়া ভাই, মেরাজ ভাই সহ অনেক প্রিয় ভাইয়ের

হূদয়ের কান্না আমি বুঝতে পারি। সবার স্টাটাস

পড়লেই কারো না কারো মন খারাপ হবে।

আমরা সবাই প্রবাসী। আমাদের সন্তানেরা

আমাদের

কাছ থেকে হাজার মাইল দুরে। এই দুর

প্রবাসে সন্তানসহ পরিবারের সকলের কাছ

থেকে দুরে থাকাটা যে কি কস্ট একমাত্র আমরাই

বুঝি।

তাইতো সুখ-দুঃখ ভাগাভাগি করতে আমরা অবসর

সময়ে ফেইসবুক/ব্লগে ব্যস্ত থাকি।

আমাদের স্টাটাস দেখে অনেকে হয়ত বিরক্তবোধ

করেন। তাদের কাছে একটায় অনুরোধ থাকবে,

দয়া করে আমাদের স্টাটাসগুলো পড়ে একটু

সান্তনা দিতে পারেন। মানুষতো মানুষের জন্য। একটু

সহানুভুতি কি আমরা পেতে পারিনা?

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309766
১৯ মার্চ ২০১৫ সকাল ০৬:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অবশ্যই পেতে পারেন, আমরা দেব সেই সান্ত্বনা!

তবে বেশি মন খারাপ করলেও কি মন শান্ত হয়য়? বরং অশান্তই তো হয়য় বেশি। যা সম্ভব নয়, তা ভাবাও কষ্টের! চাইলেইতো আপনার দুদিন পর পর আসতে পারেন না, তাহলে থাকতেই যখন হবে দূরে, মনটাকেও শক্ত করে নিন না।

দূরে থাকা মানে প্রস্থান নয়!

আর হা, আপনার ভাললালা খারাপ লাগা মিশ্রিত কথাগুলো লিখবেন, আমরা শুনতে মোটেও বিরক্তিবোধ করব না।
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩২
250989
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
309789
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সময় নাই আমাদের!!!
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩১
250988
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই ব্যস্ত
309796
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:২৮
দ্য স্লেভ লিখেছেন : প্রবাসীদের কথা শুনতে ভাল লাগে। আমার দোয়া রইলো আপনাদের সকলের জন্যে
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩১
250985
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ। ব্লগে সময় দিতে পারি না ভাই।
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩১
250986
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ। ব্লগে সময় দিতে পারি না ভাই।
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩১
250987
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ। ব্লগে সময় দিতে পারি না ভাই।
309798
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৬
আবু জান্নাত লিখেছেন : আমিও কিন্তু প্রবাসী। আরো অনেক প্রবাসী ব্লগার আছেন। সাবাই তো সবার সুখ দুঃখের সাথী। লিখতে থাকুন, ধন্যবাদ।
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩০
250984
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
309825
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০২
বাকপ্রবাস লিখেছেন : ^Happy^ ^Happy^ ^Happy^ ^Happy^ ^Happy^ ^Happy^
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩০
250983
সিটিজি৪বিডি লিখেছেন : কেক খাব
309957
২০ মার্চ ২০১৫ রাত ০৩:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
দয়া করে আমাদের স্টাটাসগুলো পড়ে একটু

সান্তনা দিতে পারেন। মানুষতো মানুষের জন্য।
✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘

শান্তনা ভিক্ষা করব কেন? আমরা প্রবাসীরা মনের দিক থেকে কঠিন!! দেশের মানুষ অনেকেই আমাদের অভিঙ্গতা কাজে লাগানোর চেষ্টা করেন!

আপনার মন খারাপ হতেই পারে, কারণ আপনি প্রবাসী! প্রবাস জীবন বেছে নিয়েছি আমরা আমাদের পরিবারের সুখ শান্তির জন্য!
আমাদের মন আরো শক্ত করতে হবে।
২২ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৭
251414
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File