★★★ সুখী ও হতভাগা মানুষ ★★★
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৮ মার্চ, ২০১৫, ০১:৪৯:৪৮ দুপুর
★★★ সুখী ও হতভাগা মানুষ ★★★
----------------------------------------------------------
★ পৃথিবীতে তারা-ই সুখী মানুষ যারা পরিবারের সদস্যদের সাথে বসবাস করে
★ তারা-ই সুখী মানুষ যারা সারাদিন পরিশ্রম করে রোজগার করে বাসায় এসে পরিবারের সকলের সাথে এক সাথে খেতে পারে।
★ তারা-ই সুখী মানুষ যারা পরিবারের সকলের সুখে-দুঃখে পাশে থাকতে পারে।
★ পৃথিবীতে তারাই হতভাগা যারা পরিবার থেকে দুরে থেকে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে বিনিময়ে কিছুই পায় না।
★ তারা-ই হতভাগা ও দুর্ভাগা যারা দুর প্রবাসে একটি বা দুটি আইটেম নিজে রান্না করে খেয়ে পরিবারের জন্য টাকা সেভ করে। যদিও বা তাদের পরিবারের সদস্যরা খাবারে অপচয় করে।
★ তারা-ই হতভাগা যারা দুর প্রবাসে অস্বাস্থ্যকর পরিবেশে বছরের পর বছর বসবাস করে। যদিও বা তাদের পরিবারের সদস্যরা উচু দালান কোটায় আরাম আয়েশে জীবন যাপন করে।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন